দেখুন: ‘দিল্লি ওয়ালি গার্লফ্রেন্ড’ গানে নাচ পারভেজ মুশারফের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ABP Ananda, web desk | 23 Jan 2017 03:42 PM (IST)
নয়াদিল্লি: বলিউডি গানের সঙ্গে নাচছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, কোনও একটি নাইট ক্লাবে রণবীর কাপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ২০১৩-র ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘দিল্লি ওয়ালি গার্লফ্রেন্ড’ গানের চটুল ছন্দে পা মেলাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান। কোথায় বা কবে ভিডিওটি তোলা হয়েছে, তা জানা যায়নি। তবে পাক সাংবাদিক হামিদ মির ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি ঘিরে অনেকেইউ কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন। আবার অনেকেই মুশারফকে এভাবে নাচতে দেখে ভীষণই ক্ষুব্ধ। উল্লেখ্য, এর আগে ২০১৬-তে হামিদ মিরই অন্য একটি ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে মুশারফকে তাঁর স্ত্রী সাবার সঙ্গে নাচতে দেখা গিয়েছিল।