ভিডিওতে দেখুন: চিতার আক্রমণ থেকে এক ব্যক্তিকে বাঁচাল বাঘ
Web Desk, ABP Ananda | 18 Aug 2016 04:41 PM (IST)
নয়াদিল্লি: এও হয়! চিতার আক্রমণ থেকে এক ব্যক্তিকে বাঁচাল কিনা একটি বাঘ! সত্যিই এমন ঘটনা ঘটেছে মেক্সিকোর এক চিড়িয়াখানায়। চিড়িয়াখানার কর্মী এডুয়ার্ডো সেরিও বাঘ, সিংহদের আদর করতে ব্যস্ত ছিলেন। সেই সময় পিছন থেকে হঠাত্ই তাঁর দিকে দৌড়ে আসে একটি চিতাবাঘ। একটি বাঘ তত্ক্ষণাত হিরোর মতো গিয়ে সেটির ওপর ঝাঁপিয়ে পড়ে। রক্ষা পায় সেরিও। নাহলে সেরিওর ওপর নিশ্চিত লাফ দিত চিতাটি। বাঘটির নাম আজ্টলান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দেখুন: