এই মঞ্চের বৈশিষ্ট, এখানে থাকছে বিভিন্ন রকমের ভারতীয় খাবার। এছাড়া লাইভ যোগা সেশন হবে। আগামী পাঁচদিন ধরে চলবে এই বার্ষিক বৈঠকটি। আল্পসে ঘেরা সুইৎজারল্যান্ডের স্কি শহর দাভোসে এখন এই ফোরামকে কেন্দ্র করে সাজ সাজ রব। তবে সমস্ত দেশের নাগরিকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ভারতীয়রাই থাকবেন। প্রায় ১৩০ জন ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দেবেন।
ইকনমিক ফোরামের চেয়ারম্যান ক্লাউস স্কোয়াব জানিয়েছেন, সোমবার সন্ধেবেলা এই সম্মেলন উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে শাহরুখ খান, অস্ট্রেলিয়ান অভিনেতা কেট ব্ল্যানচেট এবং কিংবদন্তী সঙ্গীতশিল্পী এল্টন জনকে।