জাকার্তা: রাজধানী বদল করছে ইন্দোনেশিয়া (Indonesia)। উপকূলবর্তী জাকার্তা (Jakarta) থেকে জঙ্গল পরিবৃত বরনিও দ্বীপে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশের রাজধানী। জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই নয়া রাজধানীর নামকরণ হচ্ছে ‘নুসানতারা’ (Nusantara)।
২০১৯ সালের এপ্রিল মাসে রাজধানী বদলের ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট জোকো উইদোদো (Joko Widodo)। করোনার প্রকোপে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে গেলেও, মঙ্গলবার দেশের সংসদে তাতে সিলমোহর পড়ে। সর্বসম্মতিতে রাজধানী বদলের বিল পাশ হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলেই ‘নুসানতারা’ ইন্দনেশিয়ার নতুন রাজধানী হিসেবে গন্য হবে।
তবে বিল পাশ হয়ে গেলেও, আইনি প্রক্রিয়া মিটতে এবং নতুন রাজধানীকে শাসনব্যবস্থার ভরকেন্দ্র হিসবে গড়ে তোলার কাজ ২০২৪-এর আগে সম্পূর্ণ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।
১৯৪৯ সালে স্বাধীনতা পাওয়ার পর সময় থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাভা সাগরের (Java Sea) উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত জাকার্তায় এই মুহূর্তে বসবাস প্রায় ৩ কোটি মানুষের। কিন্তু লাগাতার বন্যায় এই বিপুল সংখ্যক মানুষের উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে দীর্ঘ দিন ধরেই সমস্যার সম্মুখীন হচ্ছিল দেশের প্রশাসন। তাতেই রাজধানী বদলের সিদ্ধান্ত।
তবে জাকার্তা থেকে রাজধানী বদলের সবচেয়ে বড় কারণ হল জলবায়ু পরিবর্ত (Climate Change)। পরিবেশ বিজ্ঞানীদের দাবি, আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রের গ্রাসে তলিয়ে যাবে জাকার্তা। তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে প্রতি বছর ২৫ সেন্টিমিটার করে সমুদ্রের নীচে চলে যাচ্ছে জাকার্তা।
অন্য দিকে, ‘নুসানতারা’ জঙ্গলে ঘেরা একটি এলাকা। সেখানে রাজধানীর উপযুক্ত পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ‘নুসানতারা’-কে দূষণমুক্ত রাখতে সেখানে জ্বালানিচালিত যানবাহনের পরিবর্তে সাইকেল এবং পায়ে হাঁটার উপর জোর দিচ্ছে সে দেশের সরকার। তাই এমন ভাবে সাজানো হচ্ছে নয়া রাজধানী, যাতে পায়ে হাঁটা দূরত্বে সব সুবিধা পান সাধারণ মানুষ।
তবে জলবায়ু পরিবর্তনের জেরে ইন্দোনেশিয়াই প্রথম রাজধানী বদলকারী দেশ নয়। এর আগে, ২০০৩ সালে পুত্রজায়া থেকে কুয়ালালামপুরে রাজধানী স্থানান্তরিত করে মালয়েশিয়া। ২০০৬ সালে রেঙ্দুন থেকে নেপিদয়ে রাজধানী সরিয়ে নিয়ে যায় মায়ানমার। তারও আগে, ১৯৬০ সালে রিও দি জেনিরো থেকে ব্রাসিলিয়ায় রাজধানী সরিয়ে নিয়ে যায় ব্রাজিল। ১৯৯১ সালে আবুজা থেকে লাগোসে রাজধানী সরিয়ে নিয়ে যায় নাইজিরিয়া। ১৯৯৭ সালে আলমাতি থেকে নুর-সুলতানে রাজধানী স্থানান্তরিত করে কাজাখস্তান।