মুম্বই: এইমুহূর্তে বিশ্বের সবচেয়ে ভারী মানুষ ইমন আহমেদ আব্দুলাটি। অতিরিক্ত ওজনের জন্যে তিনি সারা জীবন নানা অসুখে ভুগেছেন। নিজের জীবন বাঁচাতে মুম্বইয়ে এক অস্ত্রোপচার করাতে আসার কথা ইমনের। কিন্তু এরজন্যে তাঁকে চোকাতে হবে আরও অনেক বেশি মূল্য। মিশর থেকে তাঁকে মুম্বই উড়িয়ে আনতে বিমানে খরচ হবে ২০ লক্ষ টাকা।
ইমন আহমেদের ওজন ৫০০ কেজি। এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আঁটছেন না। এবার কোনও সাধারণ বিমানে মিশর থেকে মুম্বইয়ে আসতে ইমনের পরিবারের লোককে দিতে হবে ২০ লক্ষ টাকা। মুম্বইয়ে চিকিত্সক মুফাজ্জল লাকদাওয়ালার অধীনে তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা আছে।
প্রসঙ্গত, ইমনের যাতায়তের খরচ বাবদ যে অর্থ লাগবে, তারজন্যে একটি নতুন অ্যাকাউন্ট খুলেছেন ইমনের পরিবার। সেখানে কেউ যদি অর্থ সাহায্য করতে চান, তাহলে তাঁরাও টাকা দিতে পারবেন। এবং সমস্ত লেনদেনের জন্যে প্রয়োজনীয় স্বচ্ছতাও বজায় রাখা হবে সেই অ্যাকাউন্টের। তবে মুম্বইয়ে ইমনের পুরো অস্ত্রোপচারটি নিখরচায় হবে, কারণ, তাঁর পরিবারের সেই খরচ দেওয়ার সামর্থ্য নেই।
আব্দুলাটি ছোটবেলা থেকে ওবেসিটিতে ভুগছেন, এবং দীর্ঘ তেরো বছর বিছানায় পড়ে রয়েছেন তিনি।
তবে ইমনের মুম্বই আসার এই যাত্রা মোটেই তেমন সহজ নয়। প্রথমে মেডিক্যাল ভিসা পাচ্ছিলেন না আব্দুলাটি। কারণ, মিশরে ভারতীয় দূতাবাসের কর্মীরা এটাই বিশ্বাস করতে চাইছিলেন না, তিনি সেখানে গিয়ে আঙুলের ছবি স্ক্যান করানোর জন্যেও অক্ষম। পরে অবশ্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপে, মেডিক্যাল ভিসা পেয়ে যান আব্দুলাটি।
এরপর এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হলেও, দরজার মাপের তুলনায় আব্দুলাটির দেহের মাপ বেশি হয়ে যায়। অবশেষে তাঁকে সাধারণ বিমানে করেই উড়িয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখানেও দেখা দিয়েছে নয়া জট।
চিকিত্সকরা জেট কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়া এবং ইজিপ্ট এয়ারওয়েজকে চিঠি লিখে আব্দুলাটির জন্যে বিমানের ব্যবস্থা করার আর্জি জানিয়েছিলেন। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে মিশর থেকে মুম্বইয়ে আসার কোনও সরাসরি বিমান পরিষেবা তাদের নেই। এখন হাতে আছে দুটি বিমান, আর যদি বিমান বদলে আসতে হয়, তাহলে বিমানকর্মীদের আবার আব্দুলাটিকে বয়ে নিয়ে যেতে হবে। সেখানেও নয়া সমস্যার সৃষ্টি হতে পারে। আপাতত সমস্ত জট কাটিয়ে সফল অস্ত্রোপচার করে সুস্থ জীবনে ফেরার অপেক্ষায় ইমন ও তাঁর পরিবার।
এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে
সুষমার তৎপরতায় কাটল ভিসা-জট, চিকিৎসার জন্য মিশর থেকে আসছেন ‘৫০০ কেজি’-র মহিলা
বিশ্বের সবচেয়ে ভারী মানুষকে অস্ত্রোপচারের জন্যে মুম্বই উড়িয়ে আনতে খরচ হবে ২০ লক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Dec 2016 01:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -