লাহোর : ফের ভারতকে হুমকি ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের। জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার মাথা হাফিজের হুমকি, ১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানের হারের বদলা নিতে কাশ্মীরকে 'স্বাধীন' করা হবে। লাহোরে গতকাল এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে হাফিজ বলেছেন, 'কাশ্মীরকে ছিনিয়ে আমরা পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরির বদলা নেব'।
উল্লেখ্য, গতকালই ভারত ও বাংলাদেশ ১৯৭১-এর যুদ্ধের বিজয় দিবস পালন করেছে। আর ওই দিনই পাকিস্তানের ইতিহাসের ক্ষতের কথা উল্লেখ করে ভারতের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দিলেন হাফিজ।
১৯৭১-র যুদ্ধে ভারতের কাছে হেরে তদানীন্তন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে আত্মসমর্পন করেছিল পাক বাহিনী। এরসঙ্গেই সফল হয়েছিল বাংলাদেশের মুক্তি যুদ্ধ। পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল।
২০০৮-এর মুম্বই হানার জন্য ভারত ও আমেরিকা হাফিজকে হাতে পেতে চায়। ওই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। কিছুদিন আগে হাফিজকে গৃহবন্দী রেখেছিল পাকিস্তান। কিন্তু সম্প্রতি তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্প্রতি হাফিজ আগামী বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করার পরিকল্পনার কথা জানিয়েছেন হাফিজ। এই আন্তর্জাতিক জঙ্গির মাথার দাম ৬৬ কোটি টাকা ঘোষণা করেছে আমেরিকা।
'কাশ্মীর ছিনিয়ে ১৯৭১-র যুদ্ধে হারের বদলা নেব', হুঙ্কার হাফিজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2017 04:59 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -