জার্মানি: ‘যদি ট্র্যাকিং অ্যাপ করোনাভাইরাস চিহ্নিত করতে ও তা প্রতিরোধে সাহায্য করে তবে সেই অ্যাপ ব্যবহার করতে রাজি’, জানালেন জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মারকেল।


একটি বিশেষ অ্যাপের ব্যাপারে সম্প্রতি জানিয়েছেন এক ইউরোপিয়ান বিশেষজ্ঞদের একটি দল। স্মার্টফোনে ব্যবহার করা যাবে এই অ্যাপটি। যদি কোনও মানুষ করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এসে থাকেন তবে তা জানিয়ে দেবে এই অ্যাপ। ফলে সহজেই চিহ্নিত করা যাবে আক্রান্তকে। আইসোলেশনে রাখা যাবে আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও। ফলে আটকানো যেতে পারে সংক্রমণের ছড়িয়ে পড়া। স্বাস্থ্য দপ্তরের পক্ষেও সত্বর ব্যবস্থা নেওয়া হবে সম্ভব হবে।

‘যদি ওই অ্যাপ সঠিকভাবে কাজ করে তবে আমি প্রত্যেক শহরবাসীকে সুপারিশ করব ওই অ্যাপ ব্যবহার করতে। তবে অবশ্যই অ্যাপের আক্রান্তদের চিহ্নিত করার তক্ষমতা নির্ভুল হতে হবে’, একটি সাক্ষাৎকারে বললেন জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মারকেল।

কেবল শহরের মানুষ কেন, আমি নিজেও এই অ্যাপের ব্যবহার করব, জানালেন অ্যাঞ্জেলা মারকেল।