লাহৌর: বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের মন্তব্যকে হাতিয়ার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘ভারতের লোকজন বলছেন, সংখ্যালঘুদের সমানাধিকার দেওয়া হচ্ছে না। আমরা মোদী সরকারকে দেখিয়ে দেব সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়। ‘নতুন পাকিস্তানে’ সংখ্যালঘুরা যাতে সুরক্ষিত ও নিরাপদ বোধ করেন এবং সমানাধিকার পান, সেটা নিশ্চিত করব আমরা।’
ইমরান আরও বলেছেন, ‘সমাজের দুর্বল অংশের প্রতি ন্যায়বিচার না করা হলে অভ্যুত্থান হয়। পূর্ব পাকিস্তানের মানুষকে অধিকার দেওয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পিছনে সেটাই প্রধান কারণ ছিল।’
বুলন্দশহরের হিংসায় ইন্সপেক্টর সুবোধ কুমার সিংহ ও সুমিত কুমার নামে এক ছাত্রর মৃত্যু হয়। সেই ঘটনার কথা উল্লেখ করে নাসিরুদ্দিন দাবি করেন, ভারতে একজন পুলিশকর্মী খুন হওয়ার চেয়ে গরুর মৃত্যুকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সন্তানদের জন্যও তাঁর আশঙ্কা হচ্ছে বলে জানান এই প্রবীণ অভিনেতা। তাঁর সেই মন্তব্য টেনেই মোদীকে আক্রমণ করলেন পাক প্রধানমন্ত্রী।
নাসিরুদ্দিন শাহের প্রসঙ্গ টেনে মোদীকে খোঁচা ইমরানের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Dec 2018 09:51 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -