লস অ্যাঞ্জেলস: স্বামী ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হওয়ায় ২১ বছরের বিবাহ জীবনে ইতি টানলেন স্ত্রী! ঘটনাস্থল মার্কিন যুক্তরাষ্ট্র।
খবরে প্রকাশ, ৭৩ বছরের গেল ম্যাককর্মিক জানান, গত বছর যেদিন তাঁর স্বামী ৭৭ বছরের বিল ম্যাককর্মিক যোষণা করেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন, সেদিনই বিচ্ছেদ নিয়ে মনস্থির করেন তিনি।
ক্যালিফর্নিয়ার জেলের অবসরপ্রাপ্ত গার্ড গেল বলেন, ওর মুখে ট্রাম্পকে সমর্থনের কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তখনই সিদ্ধান্ত নিই, আর নয়।
যদিও প্রবীণা মনে করেন, এই সিদ্ধান্ত নেওয়াটা তাঁর পক্ষে সহজ ছিল না। তিনি বলেন, ২১ বছরের সম্পর্ক শেষ করা সহজ নয়। কয়েক মাস ধরে ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। গেলের দাবি, এর জন্য তিনি নিজের কাউন্সেলিং করান। এমনকী, যাজকের সঙ্গে পরামর্শও করেন।
গেল জানান, তিনি ডেমোক্র্যাট ছিলেন, পরে সোশ্যালিজমের দিকে ঝুঁকে পড়েন। জেলে কাজ করার সময়ই ১৯৮০ সালে বিলের সঙ্গে তাঁর আলাপ। গেল জানান, সাধারণত রাজনীতির প্রসঙ্গ উঠলে তিনি কোনও মন্তব্য করতেন না। কিন্তু, ট্রাম্পের বেলায় আর চুপ থাকতে পারেননি।
তাঁর মতে, এখন তিনি বুড়ো হয়ে গিয়েছেন। তাই একদিকে, যেমন তর্ক করতে চান না, তেমনই এই বয়সে এসে নিজেকে বদলাতেও চান না।
স্বামী-স্ত্রী-র মধ্যে ট্রাম্পকে নিয়ে জোর বিবাদ হয়। যদিও, বিল শেষে ট্রাম্পকে ভোট দেননি, কিন্তু, ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে।