দুবাই: ঋতুস্রাবের যন্ত্রণা ওঠায় এক মহিলা যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল এমিরেটসের বিরুদ্ধে।
খবরে প্রকাশ, ২৪ বছরের বেথ এভান্সে ও তাঁর ২৬ বছরের বন্ধু জশুয়া মোরান বার্মিংহাম থেকে দুবাইগামী এমিরেটসের বিমানে ওঠেন। বিমান ছাড়ার ঠিক আগে, বন্ধুকে বেথ জানান, তাঁর ঋতুস্রাবের যন্ত্রণা উঠেছে।
তাঁদের এই কথোপকথন শুনে নেন পাশে থাকা বিমানসেবিকা। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মহিলা জানান, তাঁর ব্যথা এতটাও তীব্র নয়, যে তিনি বিমানযাত্রা করতে পারবেন না।
অভিযোগ, বিমান সেবিকারা জানিয়ে দেন, তাঁরা সেই ঝুঁকি নিতে পারবেন না। মহিলাকে বাধ্য করা হয় বিমান থেকে অবতরণ করতে। অভিযোগ, এমনকী, তাঁদের টিকিটের মূল্যও ফেরত দেওয়া হয়নি। ফের নতুন করে টিকিট কেটে দুবাই পৌঁছন বেথ ও তাঁর বন্ধু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মানুসারে, যদি কোনও কেবিন ক্রু বুঝতে পারেন, যে কোনও যাত্রী অসুস্থ, তাহলে প্রথমে বিমানের ক্যাপ্টেনকে তা জানাতে হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি যাত্রা করতে পারবেন কি না। যদিও, মহিলাকে থাকতে দেওয়া উচিত ছিল কি না, সেই নিয়ে ভিন্নমত হতেই পারে।
যদিও, এই গোটা ঘটনায় বিমানসেবিকার পাশেই দাঁড়িয়েছে এমিরেটস। এয়ারলাইন্সের তরফে দাবি করা হয়েছে, ওই মহিলা এক বিমানকর্মীকে নিজে থেকেই যন্ত্রণা ও অস্বস্তির কথা কথা জানান। এরপরই, মেডিক্যাল সহায়তা প্রদান করা হয় ওই মহিলাকে। বিমানসংস্থা জানিয়েছে, মহিলার শারীরিক অবস্থার কথা বিচার করেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা চাননি, সাত-ঘণ্টার ফ্লাইটে ওই মহিলার কোনও সমস্যা হোক।