বেজিং: নাক থেকে বহু বছর ধরে মাঝে মাঝেই রক্ত পড়ে। শিয়া ভেবেছিলেন, নাকের ভেতরে ঝিল্লিতে বোধহয় আঘাত লেগেছে। খুব একটা গুরুত্ব দেননি। দেখাননি ডাক্তারও।
এভাবেই চলতে চলতে একদিন চিকিৎসকের দ্বারস্থ হন চিনের এই মহিলা। নাকের ভেতরে শক্ত কিছু একটা দেখে চিকিৎসক প্রথমে ভেবেছিলেন, পাথর আটকে রয়েছে।
শুরু হয় অপারেশন। নাকের ভেতর থেকে একটার পর একটা পরত সরাতে সরাতে তাঁরা দেখতে পান ভেতরে কোনও পাথর নেই, রয়েছে আস্ত একটা দাঁত!
অপারেশন করে সরানো হয়েছে দাঁতটিকে। শিয়া এখন অনেক সুস্থ বোধ করছেন।
এই ধরনের অবস্থাকে বলে সুপারনিউমেরারি টিথ। এর ফলে মুখের যে কোনও অংশে অতিরিক্ত একটা দাঁত গজিয়ে ওঠে।
নাকের ভেতর গজিয়েছে দাঁত, হতবাক চিনের এই মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2017 11:49 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -