ক্যান্সার আক্রান্ত মহিলা টিউমারের নাম রাখলেন ডোনাল্ড ট্রাম্পের নামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Feb 2017 06:23 PM (IST)
লন্ডন: ব্রিটেনবাসী এক মহিলা কঠিন কর্কট রোগে আক্রান্ত। কিন্তু জীবনের এই কঠিন লড়াইয়ে মৃত্যুর কাছে হার না মেনে সেই মহিলা কাঠিন্যের মধ্যে নিয়ে এসেছেন একটু মজার ছোঁয়া। তাই মহিলা শরীরে একটু একটু করে বেড়ে ওঠা অচেনা সেই টিউমারের নাম রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের পরে। এলিস স্ট্যাপলেটন, ব্রিটিশ এই মহিলার জীবনে সেদিনই অন্ধকার নেমে আসে, যখন তাঁর চিকিত্সকরা জানান, তিনি হজকিন লিমফোমা নামের এক কঠিন কর্কট রোগে আক্রান্ত। আর এই অসুখের চিকিত্সা হচ্ছে কেমোথেরাপি। যার জেরে মাথার চুল পড়ে যায়, নিজের শরীরে স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। কিন্তু জীবনের এই কঠিন পরিস্থিতিতে হেরে না গিয়েও, ব্লগ লিখে অন্যদের লড়াইয়ের অনুপ্রেরণা দিয়েছেন এলিস। নিজের শরীরে বেড়ে ওঠা টিউমারকে নিয়ে ভয় না পেয়ে, 'ডোনাল্ড' নাম দিয়েছেন তার। কেন এমন নামকরণ তার ব্যাখাও দিয়েছেন ওই মহিলা তাঁর ব্লগে। টিউমারের সঙ্গে ট্রাম্পের তুলনা করে তিনি ব্লগে লিখেছেন একটা বড়, খারাপ, অব্যবহৃত পদার্থ যার একটাই কাজ, লোককে আঘাত করা। জীবনের এই রকম পর্যায়ে দাঁড়িয়ে এলিসর এই মজা করার ইচ্ছে দেখে অনেকেই অবাক হয়ে গেছেন। কিন্ত ২৪ বছরের তরুণীর দাবি, তিনি যদি হাসি-মজা না করেন, তাহলে তাঁকে কাঁদতে হবে, শুধুই কান্না। এলিস ব্লগে তাঁর চিকিত্সার অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর চিকিত্সার প্রথম পদক্ষেপ মারাত্মক কঠিন। তাঁর সারাক্ষন বমি বমি ভাব রয়েছে, সঙ্গে পেটের গোলমাল রয়েছে এবং সারাক্ষণ ক্লান্তিভাব অনুভব করছেন। তবে এই সবকিছুর মধ্যেই এলিস নিজের রসবোধ মরতে দেননি।