কলকাতা: আজ বিশ্ব বেতার দিবস (World Radio Day 2022) । এই দিবস পালনের জন্য ২০১০ সালে স্পেনের রেডিও অকাদেমি ইউনেস্কোর কার্যনির্বাহী পর্ষদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। তারপর বহু আলোচনার পর রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলি, এনজিও, ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধিদলগুলির দ্বারা ইউনেস্কোর ৩৬ তম  জেনারেল কনফারেন্সে ১৩ ফেব্রুয়ারি দিনটিতে বিশ্ব বেতার দিবস উদযাপনের জন্য নির্ধারিত হয়।  বিশ্বে যোগাযোগ স্থাপনের প্রাচীন ও বহুল ব্যবহৃত এই মাধ্যম ও গণতান্ত্রিক আলোচনার বৈচিত্রময় এই মঞ্চের প্রতি মর্যাদা জানাতে বিশ্ব বেতার দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস হিসেবে পালিত হয়। 


বিশ্ব বেতার দিবস ২০২২-থিম


এ বছরের বিশ্ব বেতার দিবসের থিম বেতার ও আস্থা (Radio and Trust)।  সংবাদ প্রচারের ক্ষেত্রে অন্যতম সর্বাধিক বিশ্বাসযোগ্য মাধ্যম বেতার। এ কথা মাথায় রেখেই এই থিম বেছে নেওয়া হয়েছে।  এই দিনটির জন্য তিনটি সাব-থিম বেছে নেওয়া হয়েছে- 
১) বেতার সাংবাদিকতার প্রতি আস্থা
২) আস্থা ও সহজলভ্যতা
৩) রেডিও স্টেশনগুলির বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা


বিশ্ব বেতার দিবস-ইতিহাস


২০১২ তে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এই দিনটি আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি লাভ করে। বিভিন্ন সম্প্রদায়ের কাছে পৌঁছনো এবং তাদের উদ্বেগ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা সম্ভব, এমন একটি মাধ্যম হিসেহে বেতারের গুরত্ব তুলে ধরার জন্য এই দিন পালনের সুপারিশ করা হয়েছিল। 
টেলিভিশন ও ইন্টারনেটের আগে বেতারই ছিল সবচেয়ে বড়সড় আবিষ্কার। এখনও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বেতার।


বিশ্ব রেডিও দিবস-তাৎপর্য


সারা বিশ্বজুড়েই শ্রোতাদের সঙ্গে যোগাযোগের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাধ্যম বেতার। এখনও বেতারই অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের কন্ঠস্বর তুলে ধরে  গণতন্ত্রগুলির সুদৃঢ়করণের সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। এই দিনটিতে রেডিওর গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় জরুরি যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে বেতারের গুরুত্বও তুলে ধরা হয়।  এভাবে যোগাযোগের এই গুরুত্বপূর্ণ ও সহজলভ্য মাধ্যমের গুরুত্ব উপলব্ধির ক্ষেত্রে এই দিবস উদযাপনের বিশেষ তাৎপর্য রয়েছে।