এ বছরের ২৭ ও ২৮ এপ্রিল ইউহানে প্রথম ঘরোয়া বৈঠকে মিলিত হন মোদী ও জিনপিং। ডোকলাম-সংঘাতের পর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এরপর আজ কুইংডাও-তে ফের দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়েছে। গোখেল জানিয়েছেন, আজকের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মোদীর আমন্ত্রণ গ্রহণ করে আগামী বছর ঘরোয়া বৈঠকের জন্য ভারতে আসছেন জিনপিং
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jun 2018 09:57 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
কুইংডাও: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করে ঘরোয়া বৈঠকের জন্য আগামী বছর ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদেশসচিব বিজয় গোখেল আজ এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, ইউহানে যে ধরনের বৈঠক হয়েছিল, ভারতেও সেরকমই বৈঠক হবে। তবে এই বৈঠকের দিন এখনও ঠিক হয়নি।
এ বছরের ২৭ ও ২৮ এপ্রিল ইউহানে প্রথম ঘরোয়া বৈঠকে মিলিত হন মোদী ও জিনপিং। ডোকলাম-সংঘাতের পর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এরপর আজ কুইংডাও-তে ফের দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়েছে। গোখেল জানিয়েছেন, আজকের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ বছরের ২৭ ও ২৮ এপ্রিল ইউহানে প্রথম ঘরোয়া বৈঠকে মিলিত হন মোদী ও জিনপিং। ডোকলাম-সংঘাতের পর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এরপর আজ কুইংডাও-তে ফের দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হয়েছে। গোখেল জানিয়েছেন, আজকের বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -