ওয়াশিংটন: ১০০ কোটির বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সংস্থার ইতিহাসে যা বৃহত্তম। বুধবার এমনই চাঞ্চল্যকর ঘোষণা করল ‘ইয়াহু’।


ইতিমধ্যেই বিভিন্ন সমস্যায় জর্জরিত ইয়াহু। এক সময়ে বিশ্বের অন্যতম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে নামডাক ছিল এই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার। কিন্তু, পরবর্তীকালে, সংস্থার গুণগতমান পড়ে যাওয়ায়, গুগল এবং ফেসবুকের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে ইয়াহু পিছিয়ে যায়।


তিনমাস আগে, গত সেপ্টেম্বর মাসেই সংস্থা জানিয়েছিল, তাদের সার্ভার থেকে প্রায় ৫০ কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। এবার, নতুন ঘোষণায় আরও একটি কেলেঙ্কারি উঠে এল। এবার লুঠ হওয়া তথ্যের পরিমাণ প্রায় দ্বিগুণ।


গতকাল এক বিবৃতি পেশ করে ইয়াহু জানিয়েছে, ২০১৩ সালের অগস্ট মাসে এক অননুমোদিত ‘থার্ড পার্টি’ প্রায় ১০০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। সংস্থা আরও জানিয়েছে, তাদের গোপন কোড-ও হয়ত হ্যাকারদের হাতে চলে গিয়ে থাকতে পারে।


৪.৮ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইয়াহুকে কেনার ইচ্ছাপ্রকাশ করেছিল আরেক মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ভেরিজন। কথাবার্তাও অনেকটাই এগিয়ে গিয়েছিল। এখন তথ্য ফাঁসের ফলে সেই চুক্তি বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।


বিশ্বের অন্যতম সেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রুস স্নেইনার জানিয়েছেন, এর থেকেই পরিষ্কার যে ইয়াহু তাদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিত না। তাঁর মতে, ইয়াহু যে বড় সমস্যায় পড়েছে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।