পেটন: ফের মার্কিন মুলুকের দক্ষিণ কলোরাডোয় ঘৃণার শিকার ভারতীয়। ঘটনাটি ঘটেছিল এমাসের গোড়ার দিকে। ভারতীয় ওই ব্যক্তির বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। বাড়ির চারিদিকে কাগজ আটকে দিয়ে যাওয়া হয়, সেখানে লেখা ছিল ‘তোমরা ভারতীয়রা এখান থেকে চলে যাও’। ঘটনায় অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু করেছে এফবিআই। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই ঘটনায় একদল লোকের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে কারণ যে ভাবে কাজটা করা হয়েছে, সেটা কোনও একটি ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়।


মার্কিন মুলুকের এক স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ভারতীয় ব্যক্তির বাড়ির চারিদিক জাতিবিদ্বেষমূলক এবং ঘৃণামিশ্রিত বার্তায় ভরে ছিল।

ওই ভারতীয়র দাবি, তাঁর বাড়ির চারপাশে, দরজায়, জানলায় ও গাড়ির কাঁচে কমপক্ষে পঞ্চাশটি কাগজ আটকে দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল তিনি যত তাড়াতাড়ি সম্ভব যেন এদেশ ছেড়ে চলে যান। এছাড়া লেখা ছিল ‘তোমরা কালো চামড়ার লোক এদেশ ছেড়ে চলে যাও’। এছাড়া প্রায় চল্লিশটির মতো ডিম তার বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়।

তবে এতকিছুর পরও ওই ব্যক্তির প্রতিবেশীরা তাঁকে এসে বাড়ি পরিস্কার করতে সাহায্য করেন।

দিন কয়েক আগেই কানসাসে এই জাতিবিদ্বেষের শিকার হন এক ভারতীয় ইঞ্জিনিয়ার। সেখানেও হামলাকারী ওই ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে গুলি চালানোর পর বলেন, ‘আমার দেশ ছেড়ে চলে যাও’।