হারারে: বন্ধুর জন্য প্রাণও বাজি রাখতে পারি, এমন দাবি তো করেন অনেকেই। কিন্তু বাস্তবে করে দেখাতে পারেন কতজন! কিন্তু বাস্তব কখনও কখনও সিনেমাকেও হার মানায়। দেখিয়ে দিল জিম্বাবোয়ের এক স্কুল ছাত্রী। বন্ধুকে বাঁচাতে কুমীরের সঙ্গে লড়াই করল সেই মেয়ে! শেষমেশ কুমীরের চোখ খুবলে বার করে নিল সে।
বন্ধুকে বাঁচাতে প্রবল বিক্রম দেখানো মেয়েটির বয়স মাত্র ৯। জিম্বাবোয়ের সিন্ডারেলা গ্রামে বন্ধুর সঙ্গে সাঁতার কাটার সময় কুমীরের কোপে পড়ে লাতোয়া মুয়ানি। তার চিৎকার কানে গিয়ে পৌঁছায় রেবেকা নামে আরেকটি মেয়ের। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে সে। ততক্ষণে লাতোয়ার হাত-পা কামড়ে ধরেছে কুমীর। তার সঙ্গে লড়তে লড়তে চোখ খুবলে নেয় রেবেকা। তখনই লাতোয়ার হাত পা ছেড়ে দেয় কুমীর।
আক্রান্ত লাতোয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কুমীরের সঙ্গে যুদ্ধ করেও রেবেকার ক্ষত সামান্য, জানিয়েছে হাসপাতাল।
জিম্বাবোয়েতে বন্ধুকে বাঁচাতে কুমীরের চোখ খুবলে নিল ৯ বছরের মেয়ে
Web Desk, ABP Ananda
Updated at:
30 Oct 2019 12:12 PM (IST)
বন্ধুকে বাঁচাতে কুমীরের সঙ্গে লড়াই করল সেই মেয়ে! শেষমেশ কুমীরের চোখ খুবলে বার করে নিল সে। বন্ধুকে বাঁচাতে প্রবল বিক্রম দেখানো মেয়েটির বয়স মাত্র ৯।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -