সিডনি: ১০০ বছরে মাত্র তিনবার। সমুদ্রের গভীর জলরাশি থেকে কয়েক যোজন পথ পেরিয়ে এসে ফের দেখা দিয়ে গেল। নীল তিমি। গত মাসে অস্ট্রেলিয়ার সিডনির সমুদ্রতটে দেখা গিয়েছে বিপন্ন প্রজাতির এই নীল তিমিকে। নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের তরফে জানানো হয়েছে তিমিটি দৈর্ঘে ছিল ২৫ মিটারের বেশি অর্থাৎ প্রায় ৮২ ফুট। ওজন ১০০ টন বা ১ লক্ষ কিলোগ্রাম।
নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস( এনপিডবলুএস)-এর আধিকারিক অ্যানড্রু মার্শাল জানিয়েছেন, সমুদ্রনগরী মারৌব্রাতে দেখা গিয়েছে নীল তিমিকে। তিনি বলেছেন, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিশ্বে তিমি আকারে সবচেয়ে বড়। আকৃতিতে এত বড় হওয়া সত্ত্বেও কোনও ভাবে সিডনির সমুদ্রপাড়ের মানুষজনদের চোখ এড়িয়ে গিয়েছে। কিন্তু কে সিন নামে এক ফোটোগ্রাফারের ক্যামেরায় ধরা দিয়েছিল নীল তিমি। ওই ফোটোগ্রাফার বলেছেন, গতকাল আমি প্রচুর হ্যাম্পব্যাকস দেখছিলাম মারৌব্রা-র সমুদ্রপাড়ে। আচমকাই ম্যাজিকের মতো চোখের সামনে ভেসে উঠল ওই নীল তিমি। উফ কি দারুণ অভিজ্ঞতা।
এনপিডবলুএসের রেঞ্জার অ্যানড্রু জানিয়েছেন এদের তেমন একটা দেখা যায় না। তাঁর প্রধান কারণ হল নীল তিমি সমুদ্রের এতটাই গভীরে থাকে, যে এদের দেখা পাওয়াই মুশকিল। নীল তিমির সংখ্যা বা তাদের অভ্যাস সমন্ধেও তেমন বিস্তারিত ভাবে কিছু জানা যায় না। এই প্রজাতি এখন বিলুপ্ত প্রায়। তবে এই প্রথম নীল তিমির উপস্থিতি সম্পর্কে প্রামাণ্য নথি পাওয়া গেল। বিশ্বের বিরল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে নীল তিমি। গোটা বিশ্বে এদের সংখ্যা ১০ থেকে ২৫ হাজারের মধ্যে।
সিডনির সমুদ্রতটে নীল তিমি, ১০০ বছরে এই নিয়ে তিন বার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Sep 2020 11:04 AM (IST)
বিশ্বের বিরল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে নীল তিমি। গোটা বিশ্বে এদের সংখ্যা ১০ থেকে ২৫ হাজারের মধ্যে।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -