নয়াদিল্লি : সোনালি কীর্তি গড়ছে ভারত, কিন্তু ক'জন ভারতীয় সেই সাফল্য উদযাপন করছেন! সংখ্যাটা মোটেই খুব একটা স্বস্তির নয়, অন্তত দেশের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) মনে করছেন তেমনটাই। তাই অলিম্পিক্সে (Olympics) জ্যাভলিনে সোনাজয়ী নীরজের দেশবাসীর কাছে বার্তা প্যারা অ্যাথলিটদের সাফল্যেও তাদের প্রয়োজনীয় উৎসাহ দিন। প্যারালিম্পিক্সে (Paralympics) সাফল্যকে প্রয়োজনীয় স্বীকৃতি দিয়ে, তাদের খেলা দেখে এগিয়ে যেতে সাহায্য করু দেশের খেলাধুলোকে।


সোমবার প্যারালিম্পিক্সের ইতিহাসে জোড়া সোনা সহ মোট ৫টি পদক জিতে ঐতিহাসিক দিন কেটেছে ভারতের। আর এদিন রাতেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে নীরজের ভিডিও বার্তা 'সবাই আশা করি ভালো আছেন, আপনার সামনে একটা কথা জানাতে এসেছি। প্যারালিম্পিক্স দেখছিলাম। আমাদের সব অ্যাথলিটরা। আবানী সোনা জিতেছে, সুমিত বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে। দেবেন্দ্র ভাই, সুন্দরও দারুণ পারফর্ম করেছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে সেভাবে প্যারালিম্পিক্স সবাই ফলো করছেন না। তাই সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে প্যারালিম্পিক্স ফলো করুন। কারণ, কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা ওখানে গিয়ে খেলছেন, দেশের প্রতিনিধিত্ব করছেন ও সর্বোচ্চ পর্যায়ে পদক জিতছেন। তাই আমাদের খেলার জগতের জন্য খুব দরকার আপনাদের সমর্থন। দয়া করে সবাই আমাদের অ্যাথলিটদের বাড়তি সমর্থন করুন, প্যারালিম্পিক্স দেখুন। তাহলেই ভারতীয় খেলাধুলো আরও উন্নতি করতে পারবে। সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ।'



সোমবার প্যারালিম্পিক্সে ২টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জ, ভারতের ঝুলিতে মোট ৭ পদক এসেছে। একলাফে যার জেরে পদকতালিকায় ২৬ নম্বরে পৌঁছে গিয়েছে ভারত। দিনের শুরুতেই অবনী লেখারা (Avani Lekhara) ও শেষপর্বে সুমিত আন্টিলের (Sumit Antil) সুবাদে সোনা আসে। মাঝে প্যারালিম্পিক্সের আসরে ভারতের সর্বকালের শ্রেষ্ট অ্যাথলিট হিসেবে নিজের স্থান পাকা করে রুপো জয় দেবেন্দ্র ঝাঝারিয়ার (Devendra Jhajharia)। জ্যাভলিনয়েই সুন্দর সিংহ গুরজারের সুবাদে ব্রোঞ্জ। পাশাপাশি ডিসকাস থ্রোয়ার যোগেশ কাথুনিয়ার রুপো। এর আগে রবিবার প্যারালিম্পিক্সে তিনটি পদক জিতেছিল ভারত। টেবিল টেনিসে রুপো জিতেছিলেন ভাবিনাবেন প্যাটেল। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে এশীয় রেকর্ড গড়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। যদিও গতকাল পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেও তা হাতছাড়া হয় ভারতের বিনোদ কুমারের। বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা। যা মান্যতা দিয়ে পদক কেড়ে নেয় প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ।


আরও পড়ুন-


জোড়া সোনা সহ মোট ৫ পদক, প্যারালিম্পিক্স ইতিহাসে ভারতের সোনালি দিন


বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিনে সোনা জিতলেন সুমিত


প্যারালিম্পিক্সে সোনা ভারতের, শ্যুটিংয়ে বাজিমাত অবনী লেখারার