লখনউ: উত্তরপ্রদেশে আজ দ্বিতীয় দফার বিধানসভার নির্বাচন চলছে। সেই আবহে বিরোধী শিবিরকে নিশানার পাশাপাশি বাংলার প্রসঙ্গ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বঙ্গ বিধানসভা ভোটে অবাধে বুথ দখল হয়েছিল। অত্যাচারের শিকার হয়েছিলেন বিজেপি কর্মীরা। অনেকের মৃত্যু হয়েছিল। একই ছবি কেরলেও!। উত্তরপ্রদেশের দ্বিতীয় দফার ভোটের সকালে ফের এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ও কেরলে যত হিংসা ও রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেছে, তেমনটা কি অন্য কোথাও হয়েছে? 


এদিন সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেন, "উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। কোথাও কোনও অশান্তির খবর নেই। কোথাও কোনও অরাজকতা নেই। শান্তিপূর্ণ ভোট হয়েছে। আগে কী চরম পর্যায়ে গুণ্ডারাজ চলত। এবার আমার প্রশ্ন বাংলাতে এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল তো? একুশের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কার্যকর্তাদের ওপর কী নিষ্ঠুর, বর্বর অত্যাচার চলেছিল, সেই খবর কেউ রেখেছে? বুথ দখল করেছে, চরম অরাজকতা চলেছে। কেরলেও এমনটা হয়েছে।" 





 


এরপরই যোগীর কথায়, "কেরল ও বাংলায় প্রায় একই পরিস্থিতি।" এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন যোগী। নাম না করেই তোপ দেগে তিনি বলেন, "যিনি বাংলা থেকে উত্তরপ্রদেশে এসে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। আমি জনতা জনাদর্নকে সাবধান করে দিচ্ছি ওঁর বিষয়ে। আমি উত্তরপ্রদেশবাসীকে বলব, যে শান্তি, যে সম্মান আপনারা পেয়েছেন তা শেষ করে এবার সিঁধ কাটছেন অনেকেই। উত্তরপ্রদেশকে ফের অশান্ত করার চেষ্টা করবেন তাঁরা।"  গত ৮ ফেব্রুয়ারি লখনউয়ে গিয়ে বিভিন্ন ইস্যুতে যোগী আদিত্যনাথকে নিশানা করেন তৃণমূল নেত্রী। সেই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথের মন্তব্য, উত্তরপ্রদেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অথচ এরা বাংলা থেকে এসে অরাজকতা সৃষ্টির কথা বলছে। এর জন্যই মানুষকে সাবধান করা প্রয়োজন। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশে প্রথম দফা ভোটের দিনও যোগী আদিত্যনাথ টেনে আনেন বাংলা-কেরল ও কাশ্মীরের প্রসঙ্গ। যে মন্তব্য ঘিরে দানা বাধে বিতর্ক। প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল, সিপিএম ও কংগ্রেস।


রাজ্যের চার পুরসভার ভোট গণনার পাশাপাশি, আজ তিন রাজ্যে বিধানসভা ভোট। গোয়ায় ৪০ ও  উত্তরাখণ্ডের ৭০টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে গোয়ায় তৃণমূল ২৬ ও তাদের জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ১৩টি আসনে লড়ছে।উত্তরপ্রদেশে আজ দ্বিতীয় দফার নির্বাচন। এই দফায় ভোট হচ্ছে ৯টি জেলার ৫৫টি আসনে। গত বিধানসভা ভোটে এর মধ্যে বিজেপি একাই ৩৮টি আসন জিতেছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ১৫টি আসন, কংগ্রেস ২টি আসনে জয়ী হয়। 


উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে বদায়ুঁ, শাহজাহানপুর, রামপুর, মোরাদাবাদ, বরেলি, বিজনৌর, আমরোহা। এই অঞ্চলের আখ চাষিদের সমস্যাই এবার ভোটের অন্যতম ইস্যু। যোগী সরকারের বনমন্ত্রী ধরম সিং সাইনিকে নাকুর বিধানসভা থেকে প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। এছাড়াও, আজ রাজনৈতিক ভাগ্য পরীক্ষা যোগী সরকারের দুই মন্ত্রীর।