মুম্বই: কোনও পরিস্থিতিতেই হার মানতে নারাজ বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার কংগ্রেস নেতা পবন খেরাকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী। যারা আমাকে দেখে আসবে তাঁদের কাঁদতে হবে বলে কটাক্ষ করেন তিনি। ট্যুইট করে কংগ্রেস নেতার মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী।

ট্যুইট করে কঙ্গনা বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন থেকেই সবাই আমাকে নিয়ে বিদ্রুপ করে। আমাকে দেখে হাসে। আমার কথা বলার ধরন, আমার চুল, আমার জামা, আমার ইংরাজি বলা নিয়ে হেসেছেন। আর তারপর তাঁদের কাঁদতে হয়েছে। এখনও তাঁদের কাঁদতেই হচ্ছে। আরও বেশি করে হাসুন, হাসতেই থাকুন।

কিন্তু কেন এই সংঘাত? মানুষের মনস্তত্ব এবং প্রতিটি বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকা উচিত বলে ট্যুইটারে লিখেছিলেন কঙ্গনা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, অধিকাংশ মানুষ আমার যোগ্যতা নিয়ে হিংসা করেন। কারণ আমি যে কোনও বিতর্কে অংশ নিয়ে থাকি। আমার বিরোধীদের মনস্তত্বের পর্দা খুলে দিতে পারি। হিংসা বা রাগ করবেন না। নিজের বুদ্ধিমত্তায় শাণ দিন। নিজেকে আরও বেশি ঋদ্ধ করে তুলুন। আর এই ট্যুইট নিয়েই বিদ্রুপ করেন পবন খেরা। রিট্যুইট করে পবন খেরা লিখেছেন, অন্তত মজায় ভরে উঠুক ২০২১।



একাধিক বিষয় নিয়ে কঙ্গনা নিয়ে বিতর্ক অব্যাহত। সম্পত্তি বিবাদে শিবাসেনা এবং বৃহন্মুম্বই পুরসভার সঙ্গে সংঘাত চলছেই। এমনকি চলতি কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্য ঘিরে বারবার এই প্রশ্ন উঠে এসেছে। আন্দোলন বিরোধী মন্তব্যের জেরে কঙ্গনার ছবি বয়কটের ডাক দিয়েছন পঞ্জাবের কৃষকরা। টুইটারে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেছেন, শাহিনবাগের 'অশিক্ষিত দাদি' কোনও তথ্য ছাড়াই এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। যারা কিছু জানেন না তাঁদের এইভাবে প্রচারের মুখ করা হয়। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে সোচ্চার হন আন্দোলনকারীরা। আর এই নিয়েই ক্ষুব্ধ আন্দোলনকারীদের একাংশ।