কলকাতা: বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের জেরে আনন্দপুর থানায় এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ। একজনকে আটক করেছে পুলিশ, জারি হয়েছে খুনের মামলা।
মৃতের নাম সুজিত মণ্ডল। বাড়িতে একাই থাকতেন বছর বত্রিশের সুজিত। স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। গতকাল রাতে ওই মহিলার বাড়ি যান তিনি। সে সময় মহিলার ছেলের সঙ্গে বচসা বাধায় সে সুজিতের মাথায় ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে সুজিতকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা ও তাঁর ছেলে প্রমাণ লোপাটের চেষ্টা করলে ধরা পড়ে যান। একজনকে আটক করে আনন্দপুর থানার পুলিশ। খুনের মামলা রুজু হয়েছে, কী কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে।
বিবাহ বহির্ভূত সম্পর্ক, আনন্দপুরে মায়ের প্রেমিকের মাথায় ইট মেরে খুন করল ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 11:39 AM (IST)
খুনের মামলা রুজু হয়েছে, কী কারণে খুন খতিয়ে দেখা হচ্ছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -