গোসাবা: দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ি থেকে উদ্ধার হল আশ্রিত এক যুবকের ঝুলন্ত দেহ। বিধায়কের দাবি, ওই যুবক কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন।
মৃতের নাম লাবণ্য হালদার। পুলিশ সূত্রে খবর, ২০১১ সালে গোসাবার পাঠানখালিতে ওই যুবকের বাবা-মা খুন হন। তারপর জয়ন্ত নস্করই লাবণ্যকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তিনি আইটিআই-এ পড়ছিলেন। থাকতেন সোনারপুরে। দিন পনেরো আগে লাবণ্য গোসাবায় বিধায়কের বাড়িতে ফিরে আসেন। তারপর আজ সকালে তাঁর ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে বাসন্তী থানার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
গোসাবার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2020 12:32 PM (IST)
তাঁর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে বাসন্তী থানার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -