নয়াদিল্লি: যুদ্ধের মাঝে শান্তির গান খুঁজে বেড়ানো মানুষের অভাব নেই। কিন্তু যুদ্ধক্ষেত্রে বন্দুক চালাতে অভ্যস্ত যাঁরা, তাঁদের হাতেই এ বার শোনা গেল গিটারের ঝঙ্কার (Army Rock Concert)। বিশ্বায়নের যুগে শান্তিকামীদের নানা কীর্তি উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার এই ভারতেই সেনার রক কনসার্ট দেখার সুযোগ হল। যাঁরা সুযোগ পেলেন, সামনে থেকে দেখলেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে আশ মেটালেন বাকিরা (Yudh Abhyas)। 


যুদ্ধক্ষেত্রে বন্দুক চালাতে অভ্যস্ত যাঁরা, তাঁদের হাতেই শোনা গেল গিটারের ঝঙ্কার


উত্তরাখণ্ডের (Uttarakhand) আউলিতে (Auli) যুদ্ধের যৌথ মহড়া চালাচ্ছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। এই যুদ্ধের মহড়ার পোশাকি নাম 'যুদ্ধ-অভ্যাস' বা যুদ্ধাভ্যাস। ১৮তম মহড়া চলছিল। তার ফাঁকেই পাহাড়ের কোলে রক কনসার্টে মেতে ওঠেন দুই দেশের সেনাকর্মীরা। ইলেকট্রিক গিটার, ড্রাম সহযোগে ঝঙ্কার তোলেন তাঁরা। বাজতে থাকে বিগত দশকের জনপ্রিয় আমেরিকান রক ব্যান্ড 'নির্বাণ'-এর 'স্মেলস লাইক টিন স্পিরিট'।


সেনাকর্মীদের ওই রক কনসার্টের ভিডিও ট্যুইটারে তুলে ধরে আমেরিকার সেনার ১১তম এয়ারবোর্ন ডিভিশন। তাতে দুই দেশের সেনাকর্মীদের রক কনসার্টে মজে থাকতে দেখা গিয়েছে। আমেরিকার সেনাবাহিনীর এক আধিকারিক গিটার বাজান। তাঁর সঙ্গে জ্যামিং করতে দেখা যায় ভারতীয় সেনাকর্মীদের। আর একজন ছিলেন ড্রাম বাজানোর দায়িত্বে। 



আরও পড়ুন: Indian Navy Day 2022: আজ ভারতীয় নৌবাহিনী দিবস, একটি বিশেষ ঘটনা মনে রাখতে পালিত হয় দিনটি


আমেরিকার সেনার ১১তম এয়ারবোর্ন ডিভিশনের ট্যুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, 'হিমালয়ের বুকে স্বতঃস্ফূর্ত রক কনসার্ট। আমাদের কম্যান্ডিং জেনারেল লিড গিটারে'। তীব্র ঠান্ডার মধ্যে এই জ্যামিং সেশন যে বাড়তি এনার্জি জুগিয়েছে, তাও স্পষ্ট বার্তায়। 


সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দুই দেশের সেনাকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ। জ্যামিং সেশনে যে 'নির্বাণ'-এর 'স্মেলস লাইক টিন স্পিরিট' বাজানো হচ্ছে, তাও শনাক্ত করে ফেলেন অনেকে। যৌথ মহড়ার ফলে পরস্পরের রণকৌশল, অভিজ্ঞতা শেখার জন্য়ই এমন উদ্যোগ।


সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হওয়া মাত্রই সেটি ভাইরাল হয়ে গিয়েছে


‘যুদ্ধ-অভ্যাস’হল ভারতীয় এবং আমেরিকার সেনাবাহিনীর বার্ষিক যুদ্ধের মহড়া। ১৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এ বছর ওই ১৮তম মহড়া চলছিল। আগের বার, ২০২১ সালের অক্টোবরে আলাস্কার এলমেনডর্ফ রিচার্ডসন যৌথ ঘাঁটিতে মহড়া চালানো হয়।