নয়াদিল্লি: শীঘ্রই আসতে পারে সুখবর। সরকারের সঙ্গে আলোচনার পর এবার তাদের কোভিড ভ্যাকসিনের (COVID-19 vaccine) দাম কমাতে পারে Zydus Cadila। আগামী দিনে ২৬৫ টাকায় পাওয়া যেতে পারে এই টিকা। সূত্রের খবর, এই বিষয়ে সিলমোহর পাওয়া কেবল সময়ের অপেক্ষা।


দেশের ভ্যাকসিনের সাম্প্রতিক তথ্য বলছে, টিকা দিতে সূচবিহীন জেট অ্যাপ্লিকেটরের এনেছে Zydus Cadila। কোম্পানির ZyCov-D vaccine-এর কেবল এই অ্যাপ্লিকেটরের দাম পড়ে ৯৩ টাকা। জাইডাসের কোভিড ভ্যাকসিনের দাম ৩৫৮ টাকা। আমদাবাদের এই কোম্পানি আগে দাবি করেছিল, ১৯০০ টাকায় ভ্যাকসিনের তিনটি ডোজ দেবে তারা। 


যদিও সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এবার তাদের কোভিড টিকার দাম কমাতে চলেছে কোম্পানি।৯৩ টাকার জেট অ্যাপ্লিকেটরের নিয়ে তাদের ভ্যাকসিনের দাম হতে পারে ৩৫৮ টাকা। তবে এখনও এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গিয়েছে। যদিও সরকারের সঙ্গে আলোচনার পর শীঘ্রই এই দামে Zydus Cadila সবুজ সংকেত দিতে পারে বলে খবর। 


সেই ক্ষেত্রে ২৮ দিনের ব্যবধানে তিনটি ডোজ দেবে কোম্পানি। দুটি হাতেই দেওয়া হবে কোভিডের টিকা। গত ২০ অগস্ট আপৎকালীন পরিষেবার জন্য Zydus Cadila-র ভ্যাকসিনকে ছাড়পত্র দেয় ড্রাগ রেগুলেটর অথরিটি।ZyCoV-D দেশের প্রথম সূচবিহীন কোভিড ভ্যাকসিন। ১২ বছর ও তার ঊর্ধ্বের ব্যক্তিদেরই এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। 


তবে ড্রাগ রেগুলেটর অথরিটির ছাড়পত্র পেলেও এখন National Technical Advisory Group on Immunisation (NTAGI)-এর সুপারিশের অপেক্ষা করছে সরকার। সেই সুপারিশ এলেই ZyCov-D vaccine-কে টিকাকরণের সূচিতে অন্তর্ভুক্ত করা হবে। কোমরবিডিটি রয়েছে এমন ছোট ও প্রাপ্তবয়স্কদের এই টিকা দেওয়া হবে।


সরকারি সূত্রে আগে জানা যায়, সাধারণ Covaxin ও Covishield-এর থেকে আলাদা এই ভ্যাকসিন। তিন ডোজের কোর্স হওয়ার ফলে এতে বিশেষ ফার্মাজেট ইনজেক্টর ব্যবহার করা হয়। যার ফলে অন্যান্য ভ্যাকসিনের থেকে এর দামও আলাদা। ফার্মাজেট দিয়ে DNA বেসড এই ভ্যাকসিনের সব মিলিয়ে ২০ হাজার ডোজ দেওয়া যায়। 
 আরও পড়ুন : SBI Pensioners Update: ভিডিয়ো কলে জমা দেওয়া যাবে Life Certificate, সহজ কয়েক ধাপে পাবেন সমাধান 


আরও পড়ুন : আরও পড়ুন : Life Certificate Submission: ব্যাঙ্কে না গিয়ে জমা দিন লাইফ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি