নয়াদিল্লি: চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের সম্ভাব্য দ্বিতীয় করোনা টিকা "জাইকভ-ডি"-র মানব পরীক্ষা। এমনটাই জানিয়েছে এই টিকা নিয়ে গবেষণা চালানো দেশের অন্যতম বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস ক্যাডিলা।


দেশের বিভিন্ন প্রান্তে প্রায় এক হাজারের বেশি মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। গত সপ্তাহে, প্রথম ও দ্বিতীয় দফা পরীক্ষা চালানোর সবুজ সঙ্কেত সংস্থাকে দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই।


এই প্রেক্ষিতে সংস্থার চেয়ারম্যান পঙ্কজ পটেল জানান, ট্রায়াল শেষ করতে তিনমাস সময় লাগবে। একবার দু-দফার পরীক্ষা শেষ হলে, তখন তৃতীয় দফা পরীক্ষার অনুমতি দেওয়া হবে। সেখানেও তিনমাসের প্রক্রিয়া। তারপর গিয়ে এই ভ্যাকসিন বাজারে আসতে পারে।


আমদাবাদে স্থিত জাইডাসের ভ্যাকসিন প্রযুক্তে কেন্দ্রে এই "জাইকভ-ডি" তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, পশুদের ওপর পরীক্ষায় এই ভ্যাকসিন আশাতীত ফল দিয়েছে। ভ্যাকসিন থেকে উৎপন্ন অ্যান্টিবডি ভাইরাসকে একেবারে বাগে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সংস্থা।


আরও জানানো হয়েছে, ভ্যাকসিনের পুনঃপ্রয়োগে কোনওপ্রকার সুরক্ষাজনিত সমস্যা নজরে আসেনি। জাইডাস জানিয়েছে, "জাইকভ-ডি"-র মাধ্যমে তারা সফলভাবে ডিএনএ-নির্ভর ভ্যাকসিনের প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে।


প্রসঙ্গত, চলতি সপ্তাহেই শুরু হচ্ছে দেশের প্রথম সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন "কোভ্যাকসিন"-এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মানব পরীক্ষা। প্রথম দফায় ৩৭৫ জন, তারপর দ্বিতীয় দফায় আরও ৭৫০ জন। সব মিলিয়ে ১১০০-এর বেশি মানুষের ওপর শুরু হতে চলেছে দেশের প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনের পরীক্ষার পরীক্ষা।


এই ভ্যাকসিন যৌথভাবে তৈরি করেছে ভারত বায়োটেক ও আইসিএমআর। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই এই প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষার সবুজ সংকেত দিয়েছে।