Child Death Due To Eating Maggi After Rice: ম্যাগি খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ১০ বছরের একরত্তি শিশু। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায়। ওই পরিবারের আরও ছয়জন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, খাবারের বিষক্রিয়া থেকেই ওই একরত্তি শিশুর মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশের পিলিভিট জেলার রাহুলনগর এলাকায় ঘটে এই ঘটনা, সেখানকার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের অন্যান্য আক্রান্ত ব্যক্তিদের। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ভাত খাওয়ার পর ম্যাগি খেয়েছিলেন পরিবারের সদস্যরা। তার থেকেই বিষক্রিয়া হয়েছে বলে ধারণা।


ঠিক কী ঘটেছিল ?


একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ১০ বছরের ছেলেটি রাতে ম্যাগি খায়। কিন্তু ম্যাগি থেকেই বিষক্রিয়া হয়েছে কি না তা জানা যায়নি। কারণ রাতে ভাত খেয়েছিল সে। এর পর ম্যাগিটি খায়। সঙ্গে সঙ্গেই শরীর খারাপ লাগতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। খাবারের বিষক্রিয়াই সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। কারণ একই খাবার খেয়েছিলেন পরিবারের বাকি সদস্যরাও। তাদেরও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মোট ছয়জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। 


পরিস্থিতি খারাপ হতেই হাসপাতাল বদল


প্রাথমিক অবস্থায় রাহুলনগরের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ছয়জনকে। কিন্তু সেখানে অবস্থার উন্নতি হয়নি। বরং স্বাস্থ্য আরও খারাপ হতে থাকে সকলের। তখন তাদের সেখান থেকে বার করে সিএইচসি পুরাণপুর এলাকার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়।


ভাইরাল ভিডিয়ো


ঘটনাটি কিছুদিন আগের ঘটনা। হাসপাতালে ওই পরিবার বর্তমানে ভর্তি। সেখান থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে একটি খাটের মধ্যে দুজন রোগীর চিকিৎসা চলছে। অন্য বেডে আরেকজন তরুণী শুয়ে রয়েছেন। প্রত্যেকের হাতেই একটি করে স্য়ালাইনের নল লাগানো। অর্থাৎ চিকিৎসা চলছে তাঁদের।


মুরগির মাংসের পদ খেয়ে তরুণের মৃত্যু


কিছু দিন আগে এমনই এক ঘটনা ঘটেছিল মুম্বইয়ের মানখুরদে। সেখানে এক তরুণের মৃত্যু হয় মুরগির মাংস খেয়ে। মুরগির মাংসের পদ চিকেন সুয়ার্মা খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন ওই তরুণ। এর পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাধারণ পরিচিত খাবার থেকে এমন বিষক্রিয়ার ঘটনা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -Viral Video: স্কুলে লেট করে ঢোকায় শিক্ষিকার চোখ খামচে দিলেন হেড মিস, মারামারি!