তামিলনাড়ু: মাত্র ১৭ বছরেই চলে গেল প্রাণ। ইউটিউব থেকে ডায়েট প্ল্যান মেনে চলতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার কোলাচেলের এই তরুণ। গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই সন্দেহজনকভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু (Teen Death) হয়েছে তাঁর। এই মৃত্যুর কারণ হিসেবে তাঁর পরিবার গত তিন মাস ধরে শুধু ফলের রস (Diet Plan) খেয়ে থাকার ডায়েট প্ল্যানকে দায়ী করেছেন। ছেলেটির নাম জানা গিয়েছে শক্তিশ্বরণ।
তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে যে শক্তিশ্বরণের কোনও শারীরিক অসুস্থতা ছিল না। শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিয়ো দেখে অনুপ্রাণিত হয়ে শুধু ফলের রস খেয়ে ডায়েট মেনে চলতে শুরু করেন শক্তি। চিকিৎসক এবং পুলিশকে তাঁর পরিবার জানিয়েছে যে খাদ্যাভ্যাসের এই বদল আনার আগে তিনি কোনও চিকিৎসক বা পুষ্টিবিদের থেকে পরামর্শ নেননি। তারা আরও জানিয়েছে যে তিনি কিছু অনির্দিষ্ট ওষুধও খেয়েছিলেন। সম্প্রতি ব্যায়াম ও শরীরচর্চা করতেও শুরু করেছিলেন শক্তিশ্বরণ।
তাঁর পরিবারের মত অনুসারে শক্তি ইউটিউবে দেখা ডায়েট মেনে শুধু ফলের রস খেয়েই থাকছিলেন, কঠিন খাবার এড়িয়ে চলছিলেন তিনি। হঠাৎ তাঁর শ্বাসকষ্ট হয় এবং দাঁড়িয়ে থাকা অবস্থা থেকেই তিনি আকস্মিকভাবে মাটিতে পড়ে যান। কিছুক্ষণ পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রতিবেশিরা জানিয়েছেন যে শক্তিশ্বরণ ছোটবেলা থেকেই শারীরিকভাবে খুবই সচেতন এবং ওজন নিয়ে উদ্বেগের কারণে স্কুলে খেলাধুলো সম্পর্কিত কার্যকলাপে অংশ নেওয়া এড়িয়ে চলতেন। সম্প্রতি তিনি তিরুচিরাপল্লীর একটি কলেজে ভর্তি হয়েছিলেন এবং কলেজ শুরু করার আগে ওজন কমাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেশিদের মতে তিনি গত তিন মাস ধরেই কেবলমাত্র ফল ও ফলের রস খেয়েছিলেন। আর বাইরে থেকে খুবই রোগা লাগত তাঁকে।
বৃহস্পতিবার তাঁর পরিবারে একটি পুজো আয়োজন করা হয়েছিল। আর সেখানেই তিনি প্রথমবার কোনও কঠিন খাবার খান। প্রতিবেশিদের বিশ্বাস যে এই কঠিন খাবারটিই তাঁর শরীরে ভালভাবে মিশে যায়নি। আর তার ফলেই ঘটেছে ভয়ানক বিপত্তি। মৃত্যুর সঠিক কারণ জানান্র জন্য শক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে শ্বাসরুদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
এই বছর মার্চ মাসেই কেরাল্লার কন্নুর জেলায় ১৮ বছর বয়সী একটি মেয়ে শ্রীনন্দার ঠিক এইভাবেই মৃত্যু হয়েছিল। ওজন বেড়ে যাওয়ার ভয়ে দুই বেলার খাওয়া বন্ধ করে দিয়ে তিনি ভয়ানক শরীরচর্চা করতে শুরু করেন। তারপর হঠাৎ করেই অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় এবং সেখানেই মারা যান ১৮ বছরের শ্রীনন্দা।