Grandma Record Push ups: ৫৯ বছরের 'তরুণী'র বিশ্বরেকর্ড ! কানাডার এক প্রৌঢ়া এক ঘণ্টায় ১৫৭৫ পুশ আপ দিয়ে বিশ্বরেকর্ড (Guinness Book of World Record) গড়েছেন। আর এভাবেই মহিলা হিসেবে এক ঘণ্টায় সবথেকে বেশি পুশ আপ দিয়ে রেকর্ডের শিরোপা অর্জন করেন তিনি। তাঁর নাম ডোনাজিন ওয়াইল্ড (Canadian Grandmother)। এই বছর আরও একটি খেতাব জিতেছিলেন তিনি। টানা প্রায় ৫ ঘণ্টা প্ল্যাঙ্ক পজিশনে (Push up Record) থেকে রেকর্ড গড়েছিলেন তিনি। অর্থাৎ এক বছরে পরপর দুটি খেতাব জিতে এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল এই ৫৯ বছর বয়সী প্রৌঢ়া।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়, এই পুশ আপের জন্য প্রতিটির ক্ষেত্রে মাটি থেকে হাতের উল্লম্বকোণ ৯০ ডিগ্রি হতে হবে। পুশ আপের সময় পুরো হাত বিস্তৃত করতে হবে। বলা হয়েছে, মোট নির্ধারিত সময়ের ১৭ মিনিট থাকতে থাকতেই পুশ আপের রেকর্ড খেতাব জিতে নিয়েছিলেন তিনি। ডোনাজিন বলেছেন যে আমরা যদি নিজেদের সক্রিয় রাখি, স্বাস্থ্য সংক্রান্ত লক্ষ্য নিয়ে চলি তাহলে অনেক ভালভাবে আনন্দের সঙ্গে আমাদের জীবনে বার্ধক্য আসবে। শুধু রেকর্ড জেতার জন্য নয়, এই খেতাব জয়ের পিছনে কত পরিশ্রম এবং প্রয়াস আছে তা ভাবলেই রোমাঞ্চিত হতে হয়।
এর আগে এই বছরই মার্চ মাসে টানা ৪ ঘণ্টা ৩০ মিনিট ১১ সেকেন্ড ধরে প্ল্যাঙ্ক পজিশনে থেকে রেকর্ড গড়েছিলেন ডোনাজিন। এই প্রদর্শন চলাকালীন দুজন স্বাধীন সাক্ষী ব্যক্তি মোবাইল ক্যামেরায় পুরোটা রেকর্ড করছেন এবং স্কোরবোর্ডে ক্রমাগত আপডেট দিচ্ছিলেন। প্রথম ২০ মিনিটে ডোনাজিন ৬২০টি পুশ আপ দিয়েছিলেন। এর পরের ১৫ মিনিটে তিনি ২০টি ও ৫টি করে পুশ আপের সেট করেছিলেন। এরপর শেষ পর্যন্ত প্রতি সেটে ১০টি করে পুশ আপ করে পুরনো রেকর্ড ভেঙে দেন।
এই প্রদর্শন চলাকালীন পাশ থেকে ডোনাজিনের ১১ ও ১২ বছর বয়সী নাতি-নাতনিরা তাঁকে দারুণভাবে উজ্জীবিত করছিলেন। পরে ডোনাজিন জানিয়েছেন যে তাঁকে কষ্টের কান্না থামিয়ে লক্ষ্যে মন দিতে হয়েছিল। পরে তিনি মনের জোর পান এবং আরও পুশ আপ করার প্রেরণা পেয়েছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।