মুম্বই: ইচ্ছা থাকলে বয়স কি আদৌ কোনও বাধা? ৮০ বছরে ম্যারাথনে (Tata Mumbai Marathon) অংশ নিয়ে ফের এই প্রশ্নে ঝড় তুললেন মুম্বইয়ের বৃদ্ধা (80 Year Old Woman Takes Part)। রবিবার সমাজের নানা সম্প্রদায়ের মানুষ টাটা মুম্বই ম্যারাথনে অংশ নিয়েছিলেন। কিন্তু 'শো-স্টপার' হয়ে দাঁড়ান অশীতিপর এই মহিলা। বয়সকে তুরি মেরে উড়িয়ে প্রতিযোগিতায় অংশ নেন তিনি। তাও আবার শাড়ি (woman takes part wearing a saree) পরে।
'শো স্টপার'...
বৃদ্ধার নাম ভারতী। তাঁর নাতনি ডিম্পল মেহতা ফার্নান্ডেজ ঠাকুমার ম্যারাথনে দৌড়নোর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তার পর থেকেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কী দেখা যাচ্ছে ভিডিওয়? শাড়ির সঙ্গে স্নিকার্স পরে দৌড়চ্ছেন ভারতী। হাতে জাতীয় পতাকা। ৫১ মিনিটে ৪ কিলোমিটারেরও বেশি রাস্তা পার করেছেন ৮০ বছরের 'তরুণী।' ভিডিওর নিচে লেখা, 'রবিবার টাটা ম্যারাথনে দৌড়নো আমার ৮০ বছরের ঠাকুমার জেদের কথা ভেবে অনুপ্রাণিত।' ভিডিওতে একটি ছোট ইন্টারভিউ ক্লিপও রয়েছে। তাতে বৃদ্ধাকে বলতে শোনা যাচ্ছে, এই ম্যারাথনের জন্য নিয়মিত অনুশীলন করেছেন তিনি। এই নিয়ে পঞ্চম বার অংশ নিলেন ম্যারাথনে, সে কথাও জানালেন অশীতিপর শো স্টপার। জাতীয় পতাকা কেন? বৃদ্ধার উত্তর, তিনি যে ভারতীয় হিসেবে অত্যন্ত গর্বিত এবং চেয়েছিলেন তাঁর এই পরিচয় সকলে জানুন। অল্পবয়সিদের উদ্দেশেও বার্তা দিয়েছেন ভারতীয়। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত দৌড়ঝাঁপের পরামর্শ দিয়েছেন ভারতী।
মুগ্ধ নেটদুনিয়া...
অশীতিপর বৃদ্ধার এমন ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। ফিটনেস ধরে রাখতে তাঁর এই অধ্যবসায় এবং এমন এনার্জি লেভেলকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা। একজন লিখেছেন, 'ওঁকে দৌড়তে দেখে এত ভালো লাগল। বয়স সত্যিই শুধু একটা সংখ্যা। ' আর এক জন লেখেন, 'তারকা।' কিছুটা চেনা ছবি দেখা গিয়েছিল গত ৬ নভেম্বর। তবে এ দেশে নয়, চিন। সে দেশের জিয়ান্দে নামে এক মফঃস্বল শহরে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন ৫০ বছরের এক প্রবীণ। তবে আরও বিস্ময় ছিল সেখানে! একটার পর একটা সিগারেট জ্বালিয়ে দৌড়েছিলেন তিনি। পা থামছে না, সিগারেটও নিভছে না। কী করে সম্ভব? প্রায় অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আপাতত তোলপাড় ফেলে দিয়েছেন 'আঙ্কল চেন'। প্রতিযোগিতার ফলাফল? ১৫০০ অংশগ্রহণকারীর মধ্যে ৫৭৪তম স্থানাধিকারী বছর পঞ্চাশের প্রবীণ। কিন্তু যেখানে ধূমপান মানেই শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষমতা কমতে থাকা এবং বহু ক্ষেত্রে মারণব্যাধি, সেখানে ম্যারাথন শেষ করা? বিশেষজ্ঞরা বহু গবেষণায় দেখেছেন, টানা ধূমপানে হৎপিণ্ড, ফুসফুস ও পেশিতে অক্সিজেন কম পৌঁছয় যা কিনা দৌড়নোর ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়াতে পারে। তা ছাড়া, ম্যারাথন প্রতিযোগিতা এক অর্থে ফিটনেস ও সুস্বাস্থ্যের বার্তা তুলে ধরে। এমন জায়গায় কোনও ধূমপায়ীর অংশ নেওয়াতেই বিস্মিত নেটিজেনদের অনেকে। 'আঙ্কল চেন'-র ধূমপান করা অবস্থায় দৌড়নোর ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ এটি হালকা ভাবে নিলেও বাকিদের মতে, এভাবে আসলে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করলেন ওই প্রবীণ। এক জন লেখেন, 'এর থেকে কিছুই প্রমাণ হয় না। উনি যদি সিগারেটে টান না দিতেন, তা হলে আরও ভাল পারফর্ম করতেন। এবং আমার ধারণা উনিও এটা জানেন। ওঁর ফুসফুস তখন বোধহয় সাহায্যের জন্য কাতর আর্তি জানাচ্ছিল।'
মুম্বইয়ের বৃদ্ধার সঙ্গে চিনের প্রৌঢ়ের কোনও তুলনা হয় না। কিন্তু ছবিটা অনেক কিছুই মনে করিয়ে দিচ্ছে।
আরও পড়ুন:ব্রেসওয়েলের শতরান সত্ত্বেও, সিরাজের দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল ভারত