মুম্বই: অনুষ্ঠিত হয়ে গেল ২০২৩ সালের গ্ল্যামারাস অনুষ্ঠান (glamourous event) 'মেট গালা' (Met Gala 2023)। প্রত্যাশা মতোই রেড কার্পেটে ছিল চাঁদের হাট। প্রত্যেক বছরের মতোই তারকাদের ঢল নামে এদিনের ইভেন্টে। তবে এই বিশ্বখ্যাত 'ফ্যাশন' (fashion) ইভেন্টে এমন এক অতিথি হাজির হন, যার আশা বোধ হয়ে কেউই করেননি। নিউ ইয়র্কের 'মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট'-এর (The Metropolitan Museum of Art in New York) রেড কার্পেটে (red carpet) দেখা মিলল একটি ছোট্ট আরশোলার (Cockroach)। খুদে পোকাই ঢেউ খেলিয়ে দিল এদিনের অনুষ্ঠানে। 


রেড কার্পেটে 'বিনা নিমন্ত্রণের অতিথি'


'মেট গালা ২০২৩'-এর রেড কার্পেটে বিনা নিমন্ত্রণেই হাজির অতিথি, যাকে দেখে খানিক তালও কাটে অনুষ্ঠানের। যে লাল গালিচার ওপর দিয়ে হেঁটে চলেছেন তারকারা, সেখানেই দেখা মিলল আরশোলার। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। সবাইকে চমকে দিয়ে অনুষ্ঠানের সিঁড়ি বেয়ে তরতর করে এগিয়ে চলেছে একটি আরশোলা। তাকেও ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হল সেই ছবি, ভিডিও। নেটিজেনদের মধ্যেও ছড়িয়ে পড়ে হাসির রোল। বেড়ালের পোশাক পরে তারকারা নজর কেড়েছেন ইতিমধ্যেই, তবে এ যে সত্যিই আরশোলার আবির্ভাব।


এক নেটিজেন লেখেন, 'বেশ। তবে এটাই আজ রাতের শ্রেষ্ঠ পোশাক।' অপর একজন লেখেন, 'আজ রাতের শ্রেষ্ঠ লুক। ফটোগ্রাফার তাঁকে একেবারে রানির মতো অনুভব করাচ্ছেন।' অপর একজন লেখেন, 'শ্রেষ্ঠ পোশাকের তারকা এখানে।' তবে যে চিত্রগ্রাহক ওই আরশোলাকে একনিষ্ঠভাবে অনুসরণ করে ভিডিও তুলেছেন তাঁর উদ্দেশ্যেও মন্তব্য করেন এক নেটিজেন। লেখেন, 'নিজের কাজকে ঠিক এতটাই সিরিয়াসলি করি আমি'। 







আরও পড়ুন: Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?


'মেট গালা ২০২৩'-এ এবারের থিম ছিল 'কার্ল লাগার্ফেল্ড - এ লাইন অফ বিউটি' (Karl Lagerfeld: A Line of Beauty)। গত সেপ্টেম্বর মাসে 'প্যারিস ফ্যাশন উইক'-এ এই ব্যাপারে নিশ্চিত তথ্য দেয় মেট। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় এবারের থিম 'কার্লের প্রতি শ্রদ্ধার্ঘ' (in honour of Karl)। প্রসঙ্গত কার্ল লাগার্ফেল্ড একজন জনপ্রিয় জার্মান ফ্যাশন ডিজাইনার। তিনি ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি মৃত্যু বরণ করেন।