নয়া দিল্লি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে বিশ্বের মধ্যে আরেকটি 'প্যারালাল ইউনিভার্স' তৈরি করা যায়। যে বিশ্বে আমাদের মনে যে ভাবনা রয়েছে তাকে সহজেই ফুটিয়ে তোলা যায়। শিল্পী জ্যো জন মুলার অনেকদিন থেকেই এই কাজটি করে আসছেন। এবারে তাঁর ভাবনায় বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক নেতারা।
এই আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা যা দেখতে চাই বা যেমনটা ভাবতে চাই সেটা পর্দায় তুলে ধরা হয়। শিল্পীর এবারের কাজই ধরা যাক উদাহরণ হিসেবে। মুলার ভেবেছেন, বিশ্বের তাবড় তাবড় রাজনৈতিক নেতারা তো এত বক্তৃতা দেন। বাগ্মীতায় তাঁদের জুড়ি মেলা ভার। তাঁদের বক্তব্যই তাঁদের জনপ্রিয়তার মূল চাবিকাঠি। এহেন ব্যক্তিরাই যদি মাইকের সামনে গান করেন একেবারে রকস্টার বেশে। তাহলে কেমন হত?
যদি এই বিষয়টি ভাবি আমরা যে, মাইকের সামনে হাতে গিটার নিয়ে গান গাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিংবা ইলেকট্রিক গিটার হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা। পরমাণু অস্ত্রের উৎক্ষেপণ নিয়ে না ভেবে রকিং ছন্দে স্টেজ মাতাচ্ছেন কিম জং! ভাবলেই অবাক হতে হয় তো? মনে প্রথমেই যে প্রশ্ন আসে তা হল এমনটা হয় না কি?
শিল্পী জ্যো জন মুলার ভেবেছেন 'বিশ্বনেতাদের কনসার্ট' চলছে একটি (অবশ্যই প্যারালাল ইউনিভার্সে)। সেই কনসার্টে তাঁরা নেতা নন, বরং রকস্টার! কে নেই সেই কনসার্টে নরেন্দ্র মোদি, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, বারাক ওবামা, অ্যাঞ্জেলা মার্কেল, শিনজো আবে, কিম জং, ডেভিড ক্যামেরন, ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন, যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!
মিড জার্নি নামের একটি অ্যাপ ব্যবহার করে এই এআই জেনারেটেড ইমেজ তৈরি করেছেন তিনি।
এর আগে দুবাইয়ের রাস্তায় দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, মেসি, এমা ওয়াটসন, উইল স্মিত, টম ক্রুজদেরও। কেউ হাতে রমজানের লাইট, কেউ আবার বাজার ঘুরতে বেরিয়েছেন। এই দৃশ্য দেখে তো সকলেরই তাক লাগার অবস্থা। নাহ! এটি আদতেই সত্যিকারের দৃশ্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বানান হয়েছিল এই ছবিগুলি। আর্টিস্ট জ্যো জন মুলার দেখিয়েছেন দুবাইয়ের এক বাজারের ছবি। রমজান মাসে এই বাজার সবসময় জমজমাট। তাঁর ভাবনায় যদি এই বাজারে সিআর সেভেন খাবার বেচতেন, মেসি কিনতেন লাইট, বাজার করতে আসতেন বারাক ওবামা কিংবা ট্রাম্প, ফলের বাজারে ঘুরে বেড়াতেন টম ক্রুজ, জনি ডেপ, পোপ ফ্রান্সিসরা, তাহলে কেমন হত?