কলকাতা: গহন গভীর অরণ্য। সেই অরণ্যের সবজায়গায় হয়তো এখনও আধুনিক সমাজের মানুষের পা পড়েনি। সূর্যের আলোও বনের নীচে পৌঁছয়নি ঘন সবুজের আস্তরণ পেরিয়ে। দক্ষিণ আমেরিকার (South America) বিস্তীর্ণ অংশে ছড়িয়ে এই প্রাচীন অরণ্য-যার নাম আমাজন (Amazon Rainforest।
গোটা মহাদেশে ছড়িয়ে:
ব্রাজিলের (Brazil) একটি বড় অংশ হয়ে পেরু (Peru), কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং দক্ষিণ আমেরিকার (Latin America) একাধিক দেশের উপর দিয়ে বিস্তৃত এই আমাজন অরণ্য। বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিঅরণ্য এটি। বয়ে গিয়েছে আমাজন নদী (Amazon River)এবং আরও অসংখ্য ছোট থেকে মাঝারি নদী। নদী ও অরণ্য নিয়ে এই আমাজন অববাহিকা (Amazon Basin) জীববৈচিত্রের (Bio Diversity in Amazon Forest) বিপুল সমাহার।
প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য আমাজন প্রধান স্তম্ভ বললেও ভুল বলা হয় না। ৬.৭ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এই অরণ্য। দক্ষিণ আমেরিকার মোট ভূখণ্ডের ৪০ শতাংশ জুড়ে রয়েছে আমাজন বৃষ্টিঅরণ্য। এই বৃষ্টিঅরণ্য উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এখনও যার অনেকটাই বিজ্ঞানীদের জানা বাকি রয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী:
আমাজন অরণ্যের বুক চিরে বয়ে গিয়েছে আমাজন নদী (Amazon River)। যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। এই অরণ্যের লাইফলাইন হিসেবে কাজ করে এই নদী। শুধুমাত্র মিষ্টি জলের উৎসই নয়, অরণ্য এবং সেখানকার জীবজগতের জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য সরবরাহের অন্যতম মাধ্যম এই নদী। আমাজন অববাহিকার একটি বিশেষত্ব রয়েছে, এই অববাহিকার জলের স্তর (Water Level) মরসুম অনুযায়ী ওঠা-নামা করে, এর উপর ভিত্তি করে নানা ধরনের জলাভূমি এলাকা (Wetland Habitat) গড়ে উঠেছে, যা আলাদা আলাদা ধরনের জীবের বাসস্থানের জন্য উপযুক্ত।
আমাজন অরণ্য বিপুল সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর (Indigenous people in Amazon Forest)) বাসভূমিও বটে। প্রকৃতির সঙ্গে অদ্ভুত বোঝাপড়ার মাধ্যমে জীবন চালান এরাঁ, সেভাবেই গড়ে উঠেছে এঁদের সংস্কৃতি। WWF-এর তথ্য অনুযায়ী, শুধুমাত্র খাবার, জল, ওষুধ বা কাঠের জন্য আমাজনের অরণ্যের উপর মানুষ নির্ভরশীল -এমন নয়। পরিবেশে ভারসাম্য বজায় রাখতেও এর গুরুত্ব অপরিসীম। ১৫০০-২০০ বিলিয়ন টন কার্বন স্টোর বা কার্বন মজুত (Carbon Store) হয়েছে এই বৃষ্টিঅরণ্যে। আমাজনের অরণ্য় প্রতিদিন ২০ বিলিয়ন টন জল পরিবেশে ছাড়ে- যা ওই এলাকা তো বটেই, সারা বিশ্বে কার্বনচক্র ও জলচক্রের ভারসাম্য বজার রাখার জন্য গুরুত্বপূর্ণ।
WWF-এর ওয়েবসাইট বলছে আমাজন অরণ্যের বিষয়টি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে--
এই অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির প্রাইমেট (Primate in Amazon) বা বাঁদর জাতীয় প্রাণী থাকে, যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না।
আমাজনে একটি গাছেই এত ধরনের পিঁপড়ে পাওয়া যেতে পারে, যা অনেক ক্ষেত্রেই একটি দেশেও মেলে না।
আমাজন-এর গোটা এলাকায় অন্তত ৪৭ মিলিয়ন লোকের বাস। যাঁদের মধ্যে ২.২ মিলিয়ন আদিবাসী জনগোষ্ঠী। এই গোটা এলাকায় অন্তত ৩০০ রকম ভাষায় কথা হয়ে থাকে
বিপদের মুখে:
এত গুরুত্বপূর্ণ বনাঞ্চলও এখন বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। বেলাগাম অরণ্যছেদ (Deforestation), জমি দখল, বেহিসেবি কাঠ কাটা, অরণ্যসম্পদ লুঠের কারণে ক্রমশ হ্রাস পাচ্ছে এই অরণ্যের এলাকা। আবহাওয়া বদল, হঠাৎ খরা বা দাবানলের (Wild Fire in Amazon Forest) সমস্যায় জেরবার হচ্ছে এই বৃষ্টি অরণ্য। যা ভয়াবহ প্রভাহ ফেলতে পারে এখানকার জীববৈচিত্র থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায়ের জীবন-সংস্কৃতির উপরেও।
সূত্র: Greenpeace, WWF, conservation international
আরও পড়ুন: স্থায়ী রিটার্নের সঙ্গে কর সাশ্রয়! এখানে বিনিয়োগ করলে আর কী কী সুবিধা?