কলকাতা: পেটের ভিতর সবসময় ফুটছে লাখ লাখ গ্যাস ও খনিজ পদার্থ। নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশনের মতো নানা জটিল প্রক্রিয়া অনবরত ঘটে চলেছে। আর তা থেকেই তৈরি হচ্ছে বিপুল শক্তি। আমাদের এই বিশাল বিশ্বব্রহ্মান্ডে নক্ষত্রের চরিত্র অনেকটা এমনই। পৃথিবী রয়েছে সৌরজগতের মধ্যে। আর সৌরজগত রয়েছে একটি বিশাল গ্য়ালাক্সির মধ্যে। এই বিশাল গ্যালাক্সিতেও কম রহস্য নয়। সূর্যের চেয়ে এখানে রয়েছে অনেক বড় বড় নক্ষত্র। আর তাদের কাহিনি জানলে আশ্চর্যও হতে পারেন (biggest stars of milky way galaxy)।


ভিভি সেফেই এ (vv cephei A) - সূর্যের থেকে ওজনে ১০ গুণ ভারী। অন্যদিকে চেহারার কথা বললে রীতিমতো চমকে উঠতে হয়। কারণ সূর্যের থেকে আয়তনে ১৫২০ গুণ বড়। অর্থাৎ তবে পৃথিবীর থেকে এর দূরত্ব প্রায় ৯০০০ আলোকবর্ষ।


আন্তেরাস (Antares) - পৃথিবীর থেকে ৫৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ। একে বিজ্ঞানীরা স্করপিয়াসের (কালপুরুষের মতো একট বিশেষ গঠন) সবচেয়ে উজ্জ্বল গ্রহ বলে থাকেন। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে অন্যতম বড় এই নক্ষত্র। মজার ব্যাপার, এটি দেখতে অনেকটা মঙ্গল গ্রহের মতো। উজ্জ্বলতাও তেমন। অন্যদিকে গ্রিক ভাষায় আন্তেরাসের অর্থ হল মার্সের শত্রু! 


মু সেফেই (mu cephei) - ভিভি সেফেই-এর মতোই এটি বিশাল আয়তনের নক্ষত্র।  সূর্যের থেকে এটি ১২০০ গুণ বড়। পৃথিবীর থেকে এর দূরত্ব ২৪০০ আলোকবর্ষ। টেলিস্কোপে এই নক্ষত্রটিও দেখতে লাল। তবে মঙ্গলের মতো নয়। তার থেকেও বেশি। যাকে বলা যায় টকটকে লাল!


বিটিলগিজ (betelgeuse) - সূর্যের থেকে প্রায় ৯০০ গুণ বড় এই বিশাল নক্ষত্রটি। এটি পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে। এর বৈশিষ্ট্য হল উজ্জ্বলতা। এতটাই উজ্জ্বল যে সকালের আকাশেও এটিকে দেখা যাবে বলে মনে করেন বিজ্ঞানীরা।


ইউওয়াই স্কুটি (UY scuti) - তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে বড় নক্ষত্রটির কথা না বললেই নয়। সেটির নাম ইউওয়াই স্কুটি। এর যা আয়তন, তাতে নিশ্চিন্তে এর পেটে ৫০০ কোটি সূর্য ধরে যাবে। অথচ ওজনের দিক থেকে খুব বেশি নয় ইউওয়াই স্কুটি। মাত্র ১০ গুণ ভারী এটি। সূর্যের থেকে এর ঔজ্জল্য ১০ হাজার গুণ বেশি। কোথায় রয়েছে এটি ? বিজ্ঞানীদের কথায়, মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে এর অবস্থান। 


আরও পড়ুন - New Exoplanets Discovered: মৃত নক্ষত্রের চারিদিকে ঘুরপাক, খোঁজ মিলল দুই নয়া এক্সোপ্ল্যানেটের, সূর্যের ভবিষ্যৎও কি এক?