Viral Video: জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকরা যে মাঝে মাঝে ভয়ঙ্কর সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হন, তার ভিডিও এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। এবার ফের তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এই ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি পর্যটক বোঝাই জিপ। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে পর্যটক বোঝাই একটি গাড়ির পিছনে ধাওয়া করেছে এক গণ্ডার। দেখেই বোঝা যাচ্ছে কোনও কারণে সাংঘাতিক ক্ষেপে গিয়েছে গণ্ডারটি। আর তাই একটানা প্রায় এক কিলোমিটারের বেশি ছুটে পর্যটকদের গাড়িটিকে ধাওয়া করেছিল গণ্ডারটি। 


এমনিতে জঙ্গল সাফারিতে গেলে বেশ নয়নাভিরাম দৃশ্য দেখা যায়। কপাল ভাল থাকলে বাঘ, সিংহ, হাতি সবের দেখাই পেতে পারেন। কিন্তু এভাবে যদি পর্যটকদের গাড়িকে কোনও বন্যপ্রাণী তাড়া করে তাহলে গোটা বিষয়টি যে মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হয় তা এই ভাইরাল ভিডিও দেখলেই স্পষ্ট বোঝা যাবে। ওই পর্যটকদের জিপে থাকা একজনই গোটা ঘটনার ভিডিও করেছিলেন এবং তা প্রথম শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পরে ইনস্টাগ্রামে অন্য পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। ক্রমশ লাইক, কমেন্ট এবং ভিউ বাড়ছে এই ভাইরাল ভিডিওর। অনেকেই বলেছেন নিশ্চিয় ওই পর্যটকদের কেউ গণ্ডারটিকে বিরক্ত করেছিল। আর তার জেরেই এভাবে সাফারি জিপকে ধাওয়া করেছিল সে। তবে এ যাত্রায় ভাগ্য ভাল যে কোনও অঘটনা ঘটেনি।


দেখে নিন সেই সাংঘাতিক ভাইরাল ভিডিও


 





ইনস্টাগ্রামে Latest Sightings – Kruger পেজ থেকে এই ভিডিও ভাইরাল হয়েছে। তবে প্রথমে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন Anastasia Chapman নামের এক নেটিজেন যিনি ওই সাফারি জিপেই ছিলেন। তিনি জানিয়েছেন, একটানা দুরন্ত গতিতে জিপের পিছনে ধাওয়া করছিল গণ্ডারটি। এক কিলোমিটারের বেশি রাস্তা ধাওয়া করে ছুটেছে সে। শুধু তাই নয়, তার আগে বেশ খানিকক্ষণ ওই পর্যটকদের পর্যবেক্ষণ করেছিল গণ্ডারটি। ওই নেটিজেনের কথায় তাঁদের সঙ্গে থাকা ট্যুরিস্ট গাইডও নাকি জানিয়েছেন এটা তাঁর জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা। 


আরও পড়ুন- 'ব্যাঙ্কের ভুলে' বিড়ি বিক্রেতার অ্যাকাউন্টে এল ১ লক্ষ! তাঁকেই এবার গ্রেফতার করল পুলিশ