লন্ডন: ব্রেকফাস্ট শো (breakfast show on BBC) বলে কথা। দিনের একেবারে গোড়ায় গরমাগরম খবর পরিবেশন হবে। স্টুডিও অন-এয়ার, হঠাও আপন মনে ঘুরতে শুরু করল ক্যামেরা (Camera goes rogue on air)। বলা ভাল নড়তে শুরু করল। একী কাণ্ড! ক্যামেরা নড়ছে দেখে সেই অনুযায়ী কার্যত দৌড়তে থাকলেন সঞ্চালক (newscaster stars chasing camera on BBC studio)। কয়েক সেকেণ্ডের এমন ঘটনায় হইচই বিবিসি-র স্টুডিওয়।
হাসির রোল...
সঞ্চালনায় ছিলেন ভিক্টোরিয়া ভ্য়ালেন্টাইন। পরে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ক্য়ামেরার এই খামখেয়ালিপনার ভিডিওটিও পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, ব্রেকফাস্ট শোয়ের একটি খবরের সেগমেন্ট পরিবেশন করতে শুরু করেছেন তিনি। বলছেন, 'সকলকে নমস্কার। আমরা সুইস স্কি রিসর্টের খবর দিয়ে শুরু করছি...' মুখের কথা শেষ হতে না হতেই রোবোটিক ক্যামেরা আপন মনে সঞ্চালকের দিক থেকে সরে যেতে লাগল। দেখে দৌড় লাগালেন ভিক্টোরিয়া। সঙ্গে বার্তা, 'এমনটা মাঝেমধ্য়ে হয়ে থাকে। আমার সঙ্গে থাকুন।' পোড়খাওয়া পেশাদার হিসেবে তখন একটাই কথা সম্ভবত তাঁর মনে এসেছিল। দর্শকরা যাতে না ভাবেন যে কোনও কারণে বিবিসি-র ব্রেকফাস্ট শো অফ-এয়ার হয়ে গিয়েছে। সমস্যাও বেশিক্ষণ থাকেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই সঞ্চালকের আসনের সামনে এসে থমকে যায় ক্য়ামেরা। কোনও মতে সেখানে এসে বসেন ভিক্টোরিয়া। এবং খবর পড়তে শুরু করেন। যদিও কিছু ক্ষণ পর্যন্ত তাঁর কণ্ঠস্বরে ক্যামেরার কীর্তির ছাপ ছিল স্পষ্ট।
সোশ্য়াল মিডিয়ায় প্রশস্তি...
সঞ্চালক তাঁর শোয়ের ডিরেক্টরের প্রশংসা করে ভিডিও ক্লিপটি ট্যুইটারে দিয়েছিলেন। সঙ্গে লেখেন, 'গ্য়ালারিতে অসম্ভব ঠান্ডা মাথায় কাজ করে চলা মানুষগুলিকে অজস্র ধন্যবাদ। যে কোনও বিপর্যয়কে ওঁরা আগে থেকে তৈরি চিত্রনাট্য হিসেবে দেখাতে পারেন।' ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই হইচই পড়ে গিয়েছে। সঞ্চালককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। তাঁদের মতে, যে পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধি ব্যবহার করে ভিক্টোরিয়া ক্যামেরার খামখেয়ালিপনা সামাল দিয়েছেন, তা কুর্নিশের যোগ্য। এক নেটিজেন লেখেন, 'দুরন্ত সামলেছেন। আপনাকে ফাইভ স্টার।' কারও আবার মন্তব্য, 'বখাটে' ক্যামেরার সঙ্গে যুঝে ওঠার সময়ও সঞ্চালক যে ভাবে হাসিখুশি ছিলেন, তার প্রশংসা না করে পারা যায় না। সব মিলিয়ে ক্যামেরার-কীর্তির পর এই ভিডিও দুরন্ত হিট সোশ্য়াল মিডিয়ায়।
আরও পড়ুন:বাইশ গজে ব্যাটিং বিক্রম দেখে শুভমনের নতুন নাম দিলেন গাওস্কর