কলকাতা: আমাদের একটি স্বতস্ফূর্ত স্বভাব রয়েছে। আমাদের যা নাম, সেই নামে না ডেকে যদি অন্য নামে কেউ ডাকে তাহলে বিরক্তই হই আমরা। তবে শুধু ডাকা নয়, নামের বানান যদি কেউ ভুল লেখেন সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা চটে যাই আমরা। তবে একবার, দু'বার তা হলে হয়তো বলার কিছু থাকে না। কিন্তু দিনের পর দিন যদি এটা চলতে থাকে তাহলে বিরক্ত পরিণত হয় ক্ষোভে!
এমনই এক ঘটনা ঘটেছে এক কলেজ ছাত্রের সঙ্গে। তাঁর দাবি প্রফেসর তাঁর নামের বানান কখনই ঠিক করে লেখেন না। তাঁর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক সবসময় ইমেলে তাঁর নামের বানান ভুল লেখেন। তবে মজার বিষয় হল, ছাত্রের যা নাম, তাঁর সঙ্গে প্রফেসরের ইমেলে লেখা নামের প্রায় কোনও মিল নেই। সেই নামেই না ডেকে চলেন ছাত্রকে। অগত্যা বাধ্য হয়ে তাঁকে একটি 'কড়া' মেল পাঠিয়ে দেন ছাত্র।
ওই ছাত্র জানান যে, তাঁর নাম সইদ। অথচ প্রফেসর তাঁর নাম লেখেন হয় সৈয়দ, নয় সাইদ অথবা সাদ। এই নাম নিয়েই যত গোলযোগ! ছাত্রের কথায়, দীর্ঘদিন এই নাম শোনার পর তিনি তিতিবিরক্ত। এরপর, তাই বাধ্য হয়েই তিনি মেল করেন। সেই স্ক্রিনশট শেয়ারও করেন সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন, আজব ইচ্ছে! ১৮ লক্ষ খরচ করে মানুষ থেকে নেকড়ে সাজলেন যুবক
ওই মেলে তিনি লেখেন, "হ্যালো প্রফেসর। আমি বাধ্য হলাম এটা লিখতে। আমি জিজ্ঞেস করতে চাই যে কেন আপনি আমার নাম বারবার ভুল লেখেন? যতবার মেইল খুলি, ততবার স্ক্রিনে ভুল নাম ভেসে ওঠে। আমার খুবই খারাপ লাগে। আমার নাম সইদ। সাইদ নয়, সৈয়দ নয়, সাদ নয়, সায়াদ নয়।
এই পোস্টটি ১ জানুয়ারি করা হয়েছিল। প্রায় ২ লক্ষ ৮০ হাজারের বেশি লাইক এবং ১১ হাজার বার রিটুইট হয়েছে।