বেঙ্গালুরু: অনেক সাধ করে ব্যালকনিতে বাগান করেছিলেন। কিন্তু সেই বগানারে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিপাকে পড়লেন দম্পতি। সোজা পুলিশ এসে তুলে নিয়ে গেল দু'জনকে। সোশ্যাল মিডিয়ায় বাগানের ভিডিও দেখে পুলিশে খবর দেন এক অনুগামীই। বাগানে ওই দম্পতি গাঁজা চাষ করেছেন বলে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। (Ganja Cultivation)
ধৃত ওই দম্পতি আসলে সিকিমের নামচির বাসিন্দা ৩৭ বছর বয়সি সাগর গুরুং এবং ৩৮ বছর বয়সি ঊর্মিলা কুমারী। এই মুহূর্তে বেঙ্গালুরু নিবাসী তাঁরা। গত দু'বছর ধরে সদাশিবনগরের MSR নগরে রয়েছেন। সেখানে একটি রেস্তরাঁ চালান ঊর্মিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হয়ে ওঠেন তিনি। নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করতে শুরু করেন। (Bengaluru Couple Arrested)
সেই মতোই কিছু দিন আগে ব্যালকনিতে যে বাগান করেছেন, তার ভিডিও ফেসবুকে পোস্ট করেন ঊর্মিলা। নিজের পরিশ্রম এবং তার সুফল সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ভিডিও ঘিরেই এখন তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে। কারণ ঊর্মিলা যে ভিডিও পোস্ট করেন, তাতে একটি গাছকে গাঁজা গাছ বলে চিহ্নিত করেন তাঁরই এক ফলোয়ার। সেই মতো পুলিশে খবর দেন তিনি। অভিযোগ পেয়ে ৫ নভেম্বর ওই দম্পতির বাড়িতে হাজির হয় পুলিশ।
জানা গিয়েছে, ঢুকতে গেলে পুলিশকে বাধা দেন ওই দম্পতি। শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে সফল হলেও, পুলিশ দেখে, ব্যালকনিতে বসানো দু'টি টব খালি। তাড়াহুড়ো করে যে গাছ তুলে ফেলে হয়েছে, তার জানান দিচ্ছিল চারিদিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক আত্মীয় ওই দম্পতিকে সতর্ক করে দেন। তাতেই তড়িঘড়ি টব থেকে গাছ তুলে ডাস্টবিনে ফেলে দেন তাঁরা। কিন্তু তাড়াহুড়োতে টব ও তার আশেপাশে পড়ে থাকা গাঁজা গাছের পাতা সাফ করা হয়নি।
সেই সূত্র ধরেই ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করে নেন ওই দম্পতি। ডাস্টবিনে ফেলে দেওয়া গাঁজা গাছের হদিশও দেন। মোট ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। দম্পতির মোবাইল ফোন দু'টি বাজেয়াপ্ত করা হয়েছে। নার্কটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনে গ্রেফতার করা হয়েছে ওই দম্পতিকে।
না জেনে ওই দম্পতি গাঁজা গাছ চাষ করেছিলেন বলে যদিও মানতে নারাজ পুলিশ। পুলিশের দাবি, ওই দম্পতি বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। বিক্রির জন্যই তাঁরা গাঁজা গাছ চাষ করেছিলেন সম্ভবত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভারতে গাঁজা একেবারে নিষিদ্ধ। গাঁজা চাষ করলে, কারও কাছ থেকে গাঁজা পাওয়া গেলে, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।