Kerala Google Map Accident: রাস্তা অচেনা হলে অনেকে আশেপাশের লোকজনকে বা দোকানে জিজ্ঞেস করে নেন। এভাবে যুগের পর যুগ রাস্তা চিনে গন্তব্যে পৌঁছান সবাই। বর্তমানে সময় প্রযুক্তি অনেকটাই এগিয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছু চলে এসেছে হাতের মুঠোয়। যেমন এসেছে ম্যাপ। মোবাইলে ম্যাপের মধ্যে কেউ কোথায় আছেন তা সহজে জানা যায়। জিপিএস লোকেশনের সাহায্যে নিজের অবস্থানও জানা সহজ। কোথাও যেতে হলে রাস্তা চিনিয়ে দেয় ওই ম্যাপ। ম্যাপের মধ্যে গুগলের ম্যাপ অন্যতম ভাল একটি ম্যাপ। কারণ এই ম্যাপ অনেকটা নিখুঁত। কিন্তু সবটা নয়। যার ফলে মাঝে মাঝেই বড় বিপদে পড়েন মানুষরা। তেমনটাই হল কেরলে।


রাস্তার বদলে সোজা ঝরনার জলে


হায়দরাবাদ থেকে চারজন পর্যটকের একটি দল কেরলে ঘুরতে যাচ্ছিলেন। সঙ্গে রাস্তা চেনার জন্য ভরসা ছিল গুগল ম্যাপ। কিন্তু সেই ম্যাপই তাদের নিয়ে গিয়ে ফেলে একটি ঝরনা সংলগ্ন জলাশয়ের মধ্যে। ঘটনাচক্রে ওই রাস্তায় জল জমে ছিল। যার ফলে রাস্তা না জলাশয় বুঝতে না পেরে সোজা জলের মধ্যে পজড়ে যায় চারচাকা গাড়িটি। 


যাত্রীদের কোনওমতে উদ্ধার


স্থানীয় পুলিশ ও বাসিন্দাদের সহযোগিতায় চারজনকেই বাঁচানো সম্ভব হয়েছিল। তবে গাড়িটিকে বাঁচানো যায়নি। গাড়িটি পুরোপুরি তলিয়ে যায় জলের মধ্যে। সংবাদমাধ্যম পিটিআইকে কেরল পুলিশ জানান, গাড়িটি উদ্ধারের চেষ্টা এখনও জারি রয়েছে। ওই দিন ভারি বৃষ্টি চলছিল কেরলের ওই অংশে। তার জেরে জলাশয়ের জল বেড়ে গিয়ে রাস্তা ভেসে যায়। এর ফলে রাস্তা গুলিয়ে যায় তাঁদের। আবার গুগল ম্যাপের পথনির্দেশের জেরে দুর্ঘটনাটি ঘটে যায়।


গত বছরে দুই চিকিৎসকের মৃত্যু


গত বছরে অক্টোবরে কেরলে এভাবে দুজন চিকিৎসকের মৃত্যু হয়। মোট পাঁচজন যাত্রা করছিলেন ওই গাড়িতে। তাদের গাড়ি সরাসরি নদীতে গিয়ে পড়ে। এর পর দুজনের সেখানেই মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত হন।


কেরল পুলিশের পরামর্শ 


সকল যাত্রীদের উদ্দেশ্যে কেরল পুলিশের পরামর্শ দিয়েছে বর্ষার সময় গুগল ম্যাপের উপর বেশি ভরসা না করতে। কারণ এর জেরেই বিপদ বাড়ছে। অনেকেই আবার শর্ট কাট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। গুগল স্যাটেলাইটে ইমেজে সেই রাস্তাগুলি সবসময় ঠিকঠাক দেখায় না। যার ফলে অনেকে এমন দুর্ঘটনার কবলে পড়েন। 


আরও পড়ুন - Viral News: মুচকি হেসে নিজেকে এলিয়েন বললেন ইলন মাস্ক, নেপথ্যে কী কারণ ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।