নয়াদিল্লি: 'চুরি বিদ্য়া মহাবিদ্যা, যদি না পড়ো ধরা', এই প্রবাদ বহু পুরনো। কিন্তু ধরা পড়ে গেলে কী হয়? কোথাও সোজা জেল, কোথাও আবার বেধড়ক পিটুনি। তা বলে চলন্ত ট্রেনের জানলার বাইরে চোরকে ঝুলিয়ে নিয়ে ১ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া? অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি ভিডিও (Thief Dangling Outside Train Window) হালে প্রকাশ্যে এসেছে। সেটি সম্ভবত বিহারের। তবে এর সত্যতা এবিপি আনন্দ আলাদা করে যাচাই করতে পারেনি।
যা জানা গেল...
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিল ওই ব্যক্তি। কিন্তু কামরার ভিতরের যাত্রীরা সতর্ক থাকায় তাকে হাতেনাতে ধরে ফেলেন। এর পরই সেই দৃশ্য। ভিডিওয় দেখা যাচ্ছে, তার হাত ভিতর থেকে শক্ত করে ধরে রেখেছেন যাত্রীরা। জানলার বাইরে ওই অবস্থায় ঝুলছে অভিযুক্ত। ট্রেন চলছে। টানা ১ কিলোমিটার ওই ভাবে ঝুলন্ত অবস্থায় আসে সে। মাঝে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তাকে। কিন্তু যাত্রীরা শক্ত করে ধরেছিলেন তার হাত। ট্রেন এই ভাবে ১ কিলোমিটার ছোটার পর অভিযুক্তের সাঙ্গপাঙ্গরা তাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বাকি যাত্রীরা গোটা পর্বের ভিডিও করেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে শিউরে উঠেছেন অনেকে।
খুঁটিনাটি...
বিহারের ভাগলপুরের কাছে ঘটনাটি ঘটেছে বলে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল। ভিডিও দেখে শিউরে ওঠেন নেটিজেনদের একাংশ। অনেকে আবার ২০২২ সালের একটি এক ধরনের ঘটনার কথা মনে করান। সে বারও বিহারেই ঘটনাটি ঘটেছিল। নির্দিষ্ট করে বললে সাহেবপুর কামাল স্টেশনে ঘটনাটি ঘটে। ট্রেন তখন সদ্য সেখানে থেমেছে। একটি ছিনতাইকারী ট্রেনের জানলা দিয়ে হাত গলিয়ে মোবাইল হাতানোর চেষ্টা করেছিল। কিন্তু যাত্রীরা সতর্ক থাকায় পারেনি। বরং বিপত্তিতে পড়ে সে। ওই কামরার যাত্রীদের অনেকে তার হাত ধরে নেয়। এর মধ্যেই ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেলে জানলায় ঝুলতে থাকে ওই ব্যক্তি। প্রায় ১০ কিলোমিটার এই ভাবেই ঝুলেছিল সে। ট্রেন যখন খাগারিয়ার কাছে, তখন তাকে ছেড়ে দেন যাত্রীরা। কোনও মতে প্রাণ হাতে করে পালায় ছিনতাইবাজ। হালের এই ভিডিও দেখে সেই ঘটনার কথা মনে পড়ে গিয়েছে অনেকের। কেউ কেউ আবার মনে করছেন, যেমন কর্ম তেমনই ফল। খুব শিক্ষা হয়েছে চোরবাবাজির।
আরও পড়ুন:ছোঁ মেরে আইফোন তুলে নিল হনুমান, ফেরত দিল কোন শর্তে ! দেখুন ভিডিয়ো