কলকাতা: মথুরা এবং বৃন্দাবনে গেলে অনেক পর্যটকই বানর-হনুমানের উৎপাত লক্ষ করেছেন। হনুমানে (Vrindavan Temple) অনেকের হাত থেকে ছোঁ মেরে জিনিসপত্র, খাবার-দাবার তুলে নেয়, একথাও অনেক সময় শোনা যায়। এমনই একটি ঘটনা ঘটল (Viral News) বৃন্দাবনের মন্দির চত্বরে। খাবার তুলে নেওয়া এক জিনিস, কিন্তু তা বলে আইফোন ! এক ভক্তের হাত থেকে ছোঁ মেরে আইফোন তুলে নিয়েছিল একটি হনুমান। আইফোন বলে কথা ! স্বাভাবিকভাবেই সেই ভক্ত খুব বিব্রত হয়ে পড়েছিলেন। কিন্তু শেষমেশ কীভাবে উদ্ধার হল সেই ফোন ?


৬ জানুয়ারি বৃন্দাবনের (Vrindavan) শ্রী রঙ্গনাথ মন্দিরের চত্বরেই ঘটে এই ঘটনা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় একটি বড় মন্দিরের পাঁচিলের উপর দুটো হনুমান বসে আছে আর তাদের মধ্যে একটি হনুমানের হাতে দামি সেই আইফোন ধরা আছে। আশেপাশে তাই দেখে স্বাভাবিকভাবেই লোকজন জমে যায়। যার ফোন ছিনিয়ে নিয়েছে হনুমানটি, তাকে সাহায্য করার জন্য অনেকেই চেষ্টা করতে থাকে। তারপর তাদের মাথায় একটা বুদ্ধি আসে। কিছু উপহার বা খাবার না দিলে হনুমানটি সেই ফোন হাতছাড়া করবে না, একথা বুঝতে পেরে একটা গোটা ফ্রুটির প্যাকেট উপরে হনুমানের দিকে ছুঁড়ে দেন জনৈক ব্যক্তি। যেই না হনুমানটি হাতে করে ঐ ফ্রুটি ধরতে যায়, তখনই তার হাত থেকে পড়ে যায় আইফোন। আর নিচেই দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তি সেই ফোন টুক করে লুফে নেন।



এর কিছুদিন আগেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি ব্যাঙ্কের ভিডিয়ো যেখানে একটি ষাঁড় হঠাৎ করেই ঢুকে পড়েছিল ব্র্যাঞ্চের মধ্যে। সেই ভিডিয়োকে ঘিরেও কম চর্চা হয়নি তখন। ইনস্টাগ্রামে যিনি এই হনুমানের ভিডিয়োটি (Viral Video) শেয়ার করেছেন, ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, 'বৃন্দাবনের হনুমানেরা। একটা ফ্রুটির বিনিময়েই বিক্রি হল আইফোন'। নেটমাধ্যমে ভাইরাল হতেই এই ভিডিয়োকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে সেই ভিডিয়ো দেখে লিখেছেন যে হনুমানেরাও আজকাল অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছে, আইফোন, দামী সানগ্লাস নিয়ে তাঁর বিনিময়ে খাবার চাইছে। জনৈক ব্যক্তি লিখেছেন, 'একেই বলে বিনিময় প্রথা'। কেউ কেউ আবার লেখেন যে এই 'ডিল'-এর মাধ্যমে এটাই বোঝা যায় হনুমানের যা যা পছন্দ তাঁর বিনিময়েই কীভাবে নিজের জিনিস ফিরে পেতে হয়।


আরও পড়ুন: Viral News: প্রেমিকার হয়ে চাকরির পরীক্ষা দিতে আসা ! মহিলা সেজেও ধরা পড়লেন প্রেমিক