কলকাতা: আনাজ কিনলে ধনেপাতা ফ্রি। এমনই চমক অনলাইন মুদি সংস্থা Blinkit-এর। সংস্থার তরফে বলা হয়েছে অ্যাপ ব্য়বহার করে নির্দিষ্ট পরিমাণ আনাজ কিনলে বিনামূল্যে পাওয়া যাবে নির্দিষ্ট পরিমাণ ধনেপাতা। Blinkit-এর CEO নিজে X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন এই কথা। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল সংস্থাটি? Blinkit-এর সিইও Albinder Dhindsa- নিজেই তাঁর পোস্টে জানিয়েছেন বিষয়টি। আর তারপরেই ভাইরাল এই পোস্ট।


কেন এমন সিদ্ধান্ত?
এক গ্রাহক মজার ছলে তাঁর মায়ের অভিজ্ঞতার কথা বলেছিলেন X হ্যান্ডেলে। তাঁর মা বাজারেই যান প্রতিদিনের আনাজ-সব্জি কেনার জন্য়। সেখানে বেশকিছু পরিমাণ আনাজ কিনলে অনেকসময় নাকি বিক্রেতা অল্প একটু ধনেপাতা এমনই দিয়ে দেন। অঙ্কিত সাওয়ান্ত নামে ওই ব্য়বহারকারী X হ্যান্ডেলের পোস্টে লিখছেন, 'Blinkit-এর আনাজ কিনতে গিয়ে- মা যখন দেখল ধনেপাতার জন্য টাকা দিতে হচ্ছে তখন মায়ের যেন ছোটখাট হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল।' তারপরে অঙ্কিতকে তাঁর মা পইপই করে বুঝিয়ে দিয়েছিলেন Blinkit-এর কী করা উচিত? অঙ্কিত তাঁর পোস্টে Blinkit-সিইও-কে ট্যাগ করে লিখেছিলেন, 'মা বলেছে নির্দিষ্ট পরিমাণ আনাজ কিনলে তোমাদের এক বান্ডিল ফ্রি-তে দেওয়া উচিত।' সেই পরামর্শ দেখেই তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন Albinder Dhindsa. জানিয়েছেন এই ব্যবস্থা তাঁরা আনবেন। তার ঠিক চার ঘণ্টা পরেই একটি ফলো আপ পোস্টে তিনি জানান এই সুবিধা চালু হয়ে গিয়েছে। সেই সুবিধা চালু করে X হ্যান্ডেলে পোস্ট করেন। তাঁর সঙ্গে বিনামূল্যে যে ধনেপাতার পাওয়ার সুযোগ রয়েছে তার স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন। তার সঙ্গে লিখেছেন, 'সবাই অঙ্কিতের মাকে ধন্য়বাদ জানাবেন'।       


 



এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম  X-এ। বহু নেটিজেন এই বিষয়টির  সুখ্যাতি করেছেন। কেউ আবার মস্করা করে লিখেছেন, সংস্থার এই পদক্ষেপ শেয়ার বাজারেও পড়বে- বাড়বে Blinkit-এর মূল সংস্থায় জোম্যাটোর শেয়ারের দর। গ্রাহকদের পরামর্শ মেনে পদক্ষেপ করার জন্য বহু নেটিজেন প্রশংসা করেছেন ওই সংস্থার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?