কলকাতা: ইন্টারনেটে (Internet) এখন অপটিকাল ইলিউশন (Optical Illusion) অত্যন্ত জনপ্রিয় বিষয়। সময় এলেই সকলেই ছবির ধাঁধার (Puzzle) উত্তর খুঁজতে বসে যান। গবেষকরা বলছেন, এর প্রভাব কিন্তু আদতে ভালই। এই অপটিকাল ইলিউশন দেখলে চোখ ও মাথা দুইই ভাল থাকে। নিজের কর্মক্ষমতাও অনেকটা বৃদ্ধি পায়। তবে এই ধরনের অপটিকাল ইলিউশন কিন্তু বাস্তবে থাকে না। এগুলি সবটাই বানানো হয়ে থাকে। একাধিকের ওপর এই সমীক্ষা করা হয়েছে।                                       


বিশেষজ্ঞরা বলেন, আমাদের মস্কিষ্কে (Brain) যে অপূর্ণ বাস্তবতার নকশা তৈরি হয় তাই-ই হল অপটিকাল ইলিউশন। বলা হয় যে দেখা মানে বিশ্বাস করা, কিন্তু আসলে, আপনি যা দেখেন এবং আপনি যা দেখছেন তা ভিন্ন জিনিস। অপটিক্যাল বিভ্রম এর জন্য দায়ী।                              


আরও পড়ুন, এক ঝাঁক মুরগির বাচ্চার মধ্যেই রয়েছে ৫টি পাতিলেবু! দেখতে পাচ্ছেন?


এবারের অপটিকাল ইলিউশনটি বানিয়েছেন মেলিসা হগেনবুম। এই ছবিতে রয়েছে ১৯টি জিরাফ। এরা প্রত্যেকেই কিন্তু একে অপরের যমজ। কেবল একটি ছাড়া। অর্থাৎ ৯ জোড়া জিরাফ এক রকম একটি দেখতে। এঁদের মধ্যে একটি কেবল 'Odd One Out'। 


আপনার চোখে কি ধরা পড়ল সেই জিরাফটি। যেটি সবার মধ্যে থাকলেও যে একা, আলাদা। ভাল করে একবার দেখুন তো ছবিটি। এখনও না পেলে রইল সমাধানসূত্র। নীচের দুটি লাইনের ওপরে রয়েছে সেই জিরাফটি। এখনও না খুঁজে পেলে রইল সেই ছবি।                         




আরও পড়ুন, বরফের মধ্যে ঠিক কতগুলি ঘোড়া রয়েছে? সঠিক উত্তর দিতে পারছেন আপনি?