নয়াদিল্লি: বছরভর কাটে শিক্ষাদানে। দৈনন্দিন জীবন চক, ডাস্টার, ব্ল্যাক বোর্ডে ছকে বাঁধা। পাস, ফেল, রোজকার বিদ্যাচর্চার চেনা ছবিতে বন্দি জীবন। ইঁদুর দৌড় থেকে সাময়িক বিরতি দিতে এবার পড়ুয়াদের দুষ্টু মিষ্টি সময়ের সঙ্গী হলেন শিক্ষিকা। ছাত্রীদের সঙ্গে নাচের তালে মাতলেন শিক্ষিকা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও (Viral Video)। যা মনে কেড়েছে নেটিজেনদের।
নাচের তালে ছাত্রীদের সঙ্গে মাতলেন শিক্ষিকা: ঘটনা দিল্লির এক স্কুলের। স্কুলের তরফে সামার ক্যাম্প আয়োজন করা হয়েছিল। এদিন ছিল তার শেষদিনে। আর শেষ দিনই ছাত্রীদের আনন্দ দিতে তাদের সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন শিক্ষিকা। ক্লাসরুমের ভেতরে তোলা ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 'কিসমত' ছবির 'কাজরা মহব্বত ওয়ালা' গানের তালে তালে নাচ করলেন ওই শিক্ষিকা এবং ছাত্রীরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়। একই লাইনে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রীরা এবং ওই শিক্ষিকা। একেকটা লাইন ধরে নাচ করছেন একেক জন। দেখা যায় ওই শিক্ষিকাকেও। এরপর একসঙ্গে পা মেলালেন তাঁরা। জানা গিয়েছে ওই শিক্ষিকার নাম মনু গুলাটি। শিক্ষিকা নিজেই এই ভিডিও শেয়ার করেছেন। তাঁর ট্যুইটার বায়ো অনুযায়ী, “একজন গর্বিত দিল্লি সরকারি স্কুল শিক্ষক, একজন পরামর্শদাতা এবং একজন পিএইচডি স্কলার।’’ ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, "সামার ক্যাম্পের শেষ দিনে আমাদের নাচ... এই মুহূর্ত আনন্দ এবং একসঙ্গে থাকার বার্তা বহন করবে।''
এই ভিডিও ভাইরাল হতেই ওই শিক্ষিকার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ট্যুইটে অনেকেই লিখেছেন, “অতুলনীয় শিক্ষিকা’’। কেউ কেউ আবার বলছেন, "সমাজের আপনার মতো একজন শিক্ষক দরকার। যার সঙ্গে পড়ুয়ারা পাঠ্যক্রম বহির্ভূত কাজেও সামিল হতে পারবে। আপনাকে গ্র্যান্ড স্যালুট।''
আরও পড়ুন: Viral News: ৫০০ টাকা তুলতে গিয়ে হাতে এল ২৫০০! খবর ছড়াতেই লম্বা লাইন