নয়াদিল্লি: বহুতল বিল্ডিংয়ের ১০ তলার ব্যালকনি থেকে ঝুলছেন তরুণী। হাত ছাড়ার উপক্রম হলে প্রাণ বাজি রেখে ঝুলে পড়লেন সানশেড ধরে। তার পর কখনও জানলার গ্রিল ধরে, কখনও আবার পাইপ বেয়ে কোনও রকমে নিরাপদ স্থানে পৌঁছলেন। রুদ্ধশ্বাসে সেই দৃশ্য দেখলেন প্রতিবেশীরা। ফোনের ক্যামেরায় গোটা দৃশ্য ক্যামেরাবন্দিও করলেন একজন, যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)

Continues below advertisement

চিনের গুয়াংদং থেকে এই ঘটনা সামনে এসেছে। চিনা সোশ্য়াল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। জানা গিয়েছে, ওই তরুণী প্রেমিকের সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎই ফ্ল্যাটে এসে হাজির হন প্রেমিকের স্ত্রী। সেই অবস্থায় কী করণীয় বুঝতে না পেরে ওই তরুণীকে ব্যালকনিতে পাঠিয়ে দেন প্রেমিক। আর তার পরই রুদ্ধশ্বাস দৃশ্যের সাক্ষী হন পাড়া-পড়শিরা। (China News)

ভিডিও-য় দেখা গিয়েছে, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় জানলা দিয়ে মুখ বাড়িয়ে তরুণীর সঙ্গে কথা বলছেন এক যুবক। পর মুহূর্তেই ছিটকে ঘরের ভিতর ঢুকে গেলেন তিনি। অথচ একহাতে মোবাইল এবং অন্য হাতে রেলিং ধরে সেই অবস্থায় ঝুলে ছিলেন ওই তরুণী। অত উঁচুতে হাওয়ায় রীতিমতো দুলছিল তাঁর শরীর। আশপাশের বিল্ডিং, রাস্তাতেও অনেকে দাঁড়িয়ে পড়েন ওই দৃশ্য দেখে। 

Continues below advertisement

সেই অবস্থায় নীচের সানশেডে কোনও রকমে ঝাঁপিয়ে পড়েন ওই তরুণী। এর পর পাশের জানলার কাচ ধরে, পাইপ ধরে কয়েকটি ফ্ল্যাট ছাড়িয়ে এগিয়ে যান। একটি জানালর কাচে শেষ পর্যন্ত টোকা দিতে সফল হন তিনি। তাঁকে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন এক আবাসিক। তড়িঘড়ি তরুণীর হাত ধরে ফেলেন তিনি। টেনে হিঁচড়ে জানলা নিয়ে ভিতরে টানতে শুরু করেন। শেষ পর্যন্ত ঘরে প্রবেশ করতে সফল হন ওই তরুণী।

শুধু চিনের সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মেই নয়, ভারতেও ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ওই সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকে আবার পুরুষটির সমালোচনা করেছেন। তরুণীকে কী ভাবে বিপদের মুখে ঠেলে দিলেন তিনি, কেন তাঁর জীবনের কথা ভাবলেন না, প্রশ্ন তুলেছেন তাঁরা। ওই তরুণী যেভাবে প্রাণে বেঁচে ফিরেছেন, তাতে স্তম্ভিত কেউ কেউ। তাঁর সাহসের প্রশংসা করেছেন।