কলকাতা: ভোটের আগে নতুন ট্রেন্ড X-জুড়ে। তার নাম 'Click Here'- কোনও চটকদার ছবি নয়, কোনও তীক্ষ্ণ লেখনীও নয়। শুধুমাত্র একটি সাধারণ ছবি, যেখান সাদা ব্য়াকগ্রাউন্ডের উপর কালোতে লেখা 'Click Here', তার সঙ্গে কালো রঙের তিরচিহ্ন দিয়ে ছবির নীচে বাঁদিকে দিক নির্দেশ দেওয়া। এই ছবি-ই এখন ভাইরাল (Social Media Viral) সোশ্যাল প্ল্যাটফর্ম X-এ। বহু লোক এমন ছবি পোস্ট করছেন। কীভাবে এই পোস্ট এল, কোথা থেকে শুরু হল- সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ব্য়বহারকারীদের মধ্যে। 


এই ট্রেন্ডে এখন গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ সকলেই।


লোকসভা ভোটের আবহে- সোশ্যাল মিডিয়ায় (Social Media Trend) প্রচার রাজনৈতিক দলগুলির অন্যতম বড় হাতিয়ার। তাই এই ট্রেন্ডে এখন রাজনৈতিক দলগুলিও। বিজেপির X হ্যান্ডেল থেকে 'Click Here' পোস্ট করা হয়েছে। তার সঙ্গে Alt text-এ জুড়ে দেওয়া হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির দলীয় স্লোগান 'ফির একবার মোদি সরকার।'-- Alt text সেকশনে কারসর নিয়ে গেলেই হিন্দিতে ওই বার্তা দেখা যাচ্ছে।


 






পিছিয়ে নেই তৃণমূলও। তাদের X হ্যান্ডেল থেকেই এই ছবি পোস্ট করা হয়েছে। তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে- এই লোকসভা নির্বাচনে তাদের স্লোগানের (জনগণের গর্জন) নামে তৈরি ওয়েবসাইটের লিঙ্ক।


 






নয়া ট্রেন্ডে গা ভাসিয়েছে আম আদমি পার্টিও (Aam Aadmi Party)। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রবিবার দিল্লিতে আপের ডাকে বিরোধীদের অর্থাৎ I.N.D.I.A জোটের ব়্যালি রয়েছে। তার প্রচারেও 'Click Here' ট্রেন্ডের ভরসায় AAP. রামলীলা ময়দানের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য Alt Text-এ বার্তা দেওয়া হয়েছে।


 






ফুটবল ক্লাবগুলিও গা ভাসিয়েছে ট্রেন্ডে:
বার্সেলোনা ফুটবল ক্লাবের X হ্যান্ডেলেও এই 'Click Here' পোস্ট করা হয়েছে।


 






সাধারণ নাগরিকদের অনেকেই এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক মিম। এটা হাস্যকর বলেও দাবি করেছেন কেউ কেউ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: ভোটের আগে বিজেপির ঝুলিতে ১০ আসন! কীভাবে? কোথায়?