Puri Temple: সমাজমাধ্যমে নেটিজেনদের ঘুম উড়িয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের এক ঘটনা। আর এই ঘটনার প্রভাবে নানা ব্যক্তির (Puri Temple) মধ্যে আলোচনা, চর্চা শুরু হয়েছে। একটি চিলকে ভিডিয়োতে দেখা যাচ্ছে মন্দিরের (Viral Video) পবিত্র ধ্বজা মুখে নিয়ে উড়ে পালাতে। ভক্ত, অনুগামীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে এই ভিডিয়োকে কেন্দ্র করে।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্রীমন্দিরের চারপাশে চক্রাকারে উড়ে বেড়াছিল সেই চিল এবং মুখে ধরা ছিল মন্দিরের ধ্বজার মত একটি গেরুয়া রঙের কাপড়। হঠাৎ করেই সেই চিলটি সমুদ্রের দিকে দ্রুতবেগে উড়ে যেতে থাকে এবং একটা সময় পরে আর সেই চিলটিকে দেখা যায় না। ওড়িশা টিভির তথ্য অনুসারে শনিবার বিকেল ৫টা নাগাদ এই ঘটনা ঘটেছে। উপকূলীয় এই শহরে সেদিন প্রবল ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল আর তার ঠিক আগে আগেই এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রথমে সেই পাখিটি মন্দিরের পশ্চিমদ্বারের দিকে উড়ে যায়, পরে সমুদ্রের দিকে উড়তে থাকে এবং একটা সময় অদৃশ্য হয়ে যায়। ত্যবে ভিডিয়ো দেখে বোঝার উপায় নেই যে চিলটি আদপেই পুরীর মন্দিরের ধ্বজা মুখে নিয়ে উড়েছিল কিনা।
এই অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমাজমাধ্যমে। একজন ব্যবহারকারী লেখেন, 'পুরীর মন্দিরের উপর থেকে যখন কোনও চিল পবিত্র ধ্বজা তুলে নিয়ে যায়, এটি একটি মহাজাগতিক বার্তা। যেন গরুড় প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে উড়ে যাচ্ছেন। একটি স্বর্গীয় দৃশ্য, পরিবর্তনের ইঙ্গিত। ভাল সময় আসছে আগামীতে। গরুড় যেন এই ধ্বজাকে রক্ষা করছে এবং প্রভু জগন্নাথের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আকাশে মন্দিরের ধ্বজা উড়ে যাওয়ার প্রতীকী অর্থ হল প্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।'
আবার অন্যেকজন ব্যবহারকারী এই ভিডিয়োর কমেন্টে লেখেন, 'নিশ্চিত খুব ভাল কিছু ঘটতে চলেছে। পাখিদের অনেক গুরুত্ব রয়েছে এবং তাদের সঙ্গে অনেক ইতিবাচক সঙ্কেত জড়িয়ে রয়েছে হিন্দু গ্রন্থাদিতে'। তবে অনেকে আবার একে বড় কোনও বিপদের সঙ্কেত হিসেবে দেখেছেন। আগামী দিনে বড় কোনও বিপর্যয় ঘটতে চলেছে বলে অনেকেই মনে করছেন।
অন্য একটি ঘটনায় কিছুদিন আগেই এক সরকারি চাকরির পরীক্ষার্থীর হাত থেকে ছোঁ মেরে অ্যাডমিট কার্ড নিয়ে পালিয়ে গিয়েছিল একটি চিল। যদিও পরীক্ষা শুরুর ঠিক আগে আগেই সেই অ্যাডমিট আবার নির্দিষ্ট ব্যক্তির হাতে ফিরিয়েও দিয়েছিল চিলটি।