কলকাতা: হাপুরের ছিঝারসি টোলপ্লাজার একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে এই টোলপ্লাজায় (Viral Video) দেখা গিয়েছে সেখানকার এক কর্মীকে হঠাৎ করেই গলা টিপে ধরেন কে মহিলা। তারপর তাঁকে চেপে ধরে পরপর চড় মারতেই থাকেন। এই দৃশ্য দেখে নেটিজেনরা চমকে উঠেছেন। দেখা গিয়েছে ৪ সেকেন্ডের মধ্যেই পরর ৭ বার চড় মারেন সেই মহিলা।

টোলকর্মী খুবই হতভম্ব হয়ে যান এই মহিলার আগমনে। কাউকে কিছু না বলেই সোজা এসে কর্মীর গলা টিপে ধরেন এই মহিলা আর তারপরেই শুরু হয় চড় মারা। বুথের ভিতরে ঢুকে এসে চড় মারতে থাকেন সেই মহিলা। জানা গিয়েছে টোলপ্লাজায় ফাস্ট্যাগ নিয়ে সমস্যা হয়েছিল। এই ফাস্ট্যাগ অ্যাকাউন্টের ব্যালান্স ছিল না সেই মহিলার আর তাই টোল কাটা যায়নি। এই কারণেই হঠাৎ করেই টোলপ্লাজার কর্মীর উপরে চড়াও হন সেই মহিলা।

এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীর মতে এই মহিলা আসছিলেন গাজিয়াবাদ থেকে। সেখান তিনি টোল ট্যাক্স কাটাননি, আর এই টোল না দেওয়া নিয়েই দ্বন্দ্ব চরমে ওঠে। টোলপ্লাজার কর্মীকে বেধড়ক মারতে শুরু করেন সেই মহিলা। সমাজমাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে পরেই সমাজমাধ্যমে ব্যাপক তর্জা শুরু হয়। বহু মানুষ এই মহিলার রাগের বহিঃপ্রকাশকে নিন্দা করেছেন। সামান্য একটা ফাস্ট্যাগ ব্যালান্স নিয়ে এই হাতাহাতি শুরু হয়ে যায় টোলপ্লাজায়।

এই ভিডিয়োর কমেন্টে এক নেটিজেন লেখেন, '৭ চড় ৪ সেকেন্ডে ! অ্যাকশন ছবিতেও এত দ্রুত গতির ঘটনা বা দৃশ্য থাকে না'। অন্য একজন লিখেছেন, 'এটাই কি নতুন টোল পেমেন্ট প্রক্রিয়া ?' আবার একজন লিখেছেন, 'শুধুমাত্র সে একজন মহিলা বলে, সে কি সব কিছু করতে পারে ?' তবে আরেকজন নেটিজেন সম্পূর্ণ বিদ্রুপ করে লিখেছেন যে এই ঘটনা বা কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই আচরণে সম্মতি জানানোর কিছু নেই।' এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করে অনেকেই উত্তরপ্রদেশ পুলিশকে ট্যাগ করেছেন এবং দাবি তুলছেন যাতে এই মহিলার চরম সাজা হয়।   

https://twitter.com/gharkekalesh/status/1911640369143439482

এখানে উল্লেখ্য এই বছর দেশের সমস্ত জাতীয় সড়কের উপর টোল ট্যাক্স বাড়িয়েছে কেন্দ্র সরকার। গাড়ির জন্য মাসিক পাসের খরচও বেড়েছে। এবার থেকে এই পাস বাবদ ৯৩০ টাকার বদলে দিতে হবে ৯৫০ টাকা, আর ক্যাবের জন্য এই টাকা ১২২৫ থেকে বেড়ে হয়েছে ১২৫৫ টাকা।