Elon Musk: ট্যুইটারের (Twitter) নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) গত কয়েকমাস ধরে নাগাড়ে সংবাদ শিরোনামে রয়েছেন। হবে নাই বা কেন। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর কাণ্ড করে চলেছেন ইলন মাস্ক। কখনও ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছেন ট্যুইটার থেকে। কখনও বা আজব সব নিয়ম-নীতি চালু করছেন ট্যুইটারে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্কের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। ট্যুইটারেই ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে ইলন মাস্কের একটি সাক্ষাৎকার। এই ভিডিওতে নিজের কলেজ জীবনের কথা বলেছেন ইলন মাস্ক। কলেজ জীবনে ডেটে গিয়ে এক মহিলাকে তিনি কী প্রশ্ন করেছিলেন সেকথা জানিয়েছেন ট্যুইটারের নতুন সিইও।
দেখে নিন ইলন মাস্কের সেই সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও
ইলন মাস্ক জানিয়েছেন, ডেটে গিয়ে এক মহিলাকে তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, 'আপনি কখনও ইলেকট্রিক গাড়ির কথা ভেবেছেন?' ডেটে গিয়ে শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি নিয়েই কথা বলেছিলেন। তবে ওই ডেট আর বিশেষ সফল হয়নি। তখন ইলেকট্রিক গাড়ি নিয়ে ভাবনাচিন্তা করা তো দূরে থাক, বিদ্যুতের সাহায্যে যে গাড়ি চলতে পারে, সেকথাই ভাবেননি কেউ। তবে পরিস্থিতি এখন অনেক বদলেছে। বিশ্বের দরবারে সমাদর পেয়েছেন ইলেকট্রিক গাড়ির ধারণা। একাধিক কোম্পানি ইতিমধ্যেই তাদের ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। অনেক সংস্থা প্রস্তুতি পর্যায়ে রয়েছে। দূষণ কমানোর জন্য ইলেকট্রিক গাড়ির ধারণাকে সম্মান জানিয়েছে প্রায় সমস্ত অটোমোবাইল কোম্পানি।
ভাইরাল হওয়া ভিডিওতে রিঅ্যাকশন দিয়েছে ৮,২৫,০০০- এর বেশি ইউজার। সাক্ষাৎকারে যখন ইলন মাস্ক ডেটে গিয়ে করা প্রশ্নের কথা বলেছেন, তখন আশপাশে উপস্থিত থাকা দর্শকরা হাসিতে ফেটে পড়েছেন। কলেজের সময়ে ডেটে গিয়ে অনেকেরই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়। কিন্তু তাই বলে ইলন মাস্ক যে এমন আজব প্রশ্ন করতে পারেন, তা বোধহয় কেউই ভাবেননি। আপাতত ইলন মাস্কের এই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বর্তমানে একটি ইলেকট্রিক গাড়ির কোম্পানি তৈরি করেছেন ইলন মাস্ক। টেসলা কোম্পানির ইলেকট্রিক গাড়ি এখন বিশ্ববিখ্যাত।
আরও পড়ুন- একটানা ১৩,৫৬০ কিলোমিটার উড়ে তাসমানিয়ায় অবতরণ, নয়া বিশ্বরেকর্ড ৫ মাস বয়সী পাখির