Viral Video: কুমিরের (Crocodile) নাম শুনলে শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাওয়া কোনও অদ্ভুত ব্যাপার নয়। ভীষণ দর্শন এই প্রাণীর ধারালো দাঁতের সারি দেখলে যে কেউ ভিরমি খেতে পারেন। আর এমন এক সুবিশাল কুমির যদি আপনার পিছনে ধাওয়া করে, তাও একেবারে লাফিয়ে লাফিয়ে তেড়ে আসে, তাহলে যে কী অবস্থা হতে পারে সেটা কিছুটা আন্দাজ করা সম্ভব। কিন্তু কুমির কি লাফায়? এতদিন যাঁরা কুমিরকে শুধু বুকে ভর দিয়ে মাটির উপর স্ক্রল করতে দেখেছেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিও (Viral Video) দেখে চমকে গিয়েছেন তাঁরা। কারণ ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একদম লাফিয়ে লাফিয়ে এক ব্যক্তির পিছনে ধাওয়া করেছে একটি পূর্ণবয়স্ক কুমির। তার তাড়া খেয়ে প্রাণ বাঁচানোর তাগিদে ছুটতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে।
ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। বন্য প্রাণীদের বিভিন্ন মজার বা চমকে দেওয়ার মতো ভিডিও মাঝে মাঝেই ট্যুইটারে শেয়ার করেন এই আইএফএস অফিসার। এবার তিনি এমন একটি কুমিরের ভিডিও শেয়ার করেছেন যেখানে কুমিরটিকে কার্যত লাফিয়ে লাফিয়ে এক ব্যক্তিকে তাড়া করতে দেখা গিয়েছে। নেটিজেনরাও কুমিরটিকে ওভাবে লাফাতে দেখে চমকে গিয়েছেন। আইএফএস অফিসার নিজেও জানিয়েছেন যে তিনি কোনওদিন এভাবে কুমিরকে লাফাতে দেখেননি।
ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি জায়গা তারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। রুক্ষ ভূমিতে দেখা গিয়েছে সামান্য সবুজ ঘাস। তার উপর দিয়েই ছুটতে দেখা গিয়েছে কুমিরটিকে। এক ব্যক্তিকে তাড়া করেছে সে। কোনওমতে প্রাণ বাঁচিয়ে ছুটে পালিয়েছেন ওই ব্যক্তি। এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন, এভাবে তাঁদের পিছনে কুমির ধাওয়া করলে তাঁরা ছুটতে ভুলে যেতেন এবং কুমিরটির সামনে আত্মসমর্পণ করতেন। অনেকে আবার বলেছেন, যেভাবে ওই ব্যক্তিকে কুমিরের তাড়া খেয়েও ছুটে পালানোর সাহস দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ওইরকম পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হারিয়ে নার্ভাস হয়ে যাননি তিনি। বরং নিজের প্রাণ বাঁচানোর তাগিদ দেখিয়েছেন।
আরও পড়ুন- স্কুটারে পিৎজা ডেলিভারি বয়ের সফরসঙ্গী তাঁর সারমেয় বন্ধু! ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরা